বেগুনের আচার

4 22
Avatar for Runa
Written by
4 years ago

বেগুনের আচার : রেসিপি

-----------------------

আচার নামটি শুনলেই জিভে জল আসে। আপনারা অনেক ধরণের আচারও নিশ্চই খেয়েছেন। কিন্তু বেগুনের আচার! কজন? ... দেখুন এর রেসিপি।

উপকরণ:

. বেগুন : ২৫০ গ্রাম (পাতলা করে কাটা)

. সরিষা : ২ টেবিল চামচ

. কাঁচা মরিচ : ৪ টি

. রসুন : ৮ কোয়া

. গোল মরিচের গুঁড়ো : ১ চা চামচ

. হলুদের গুঁড়ো : ১/২ চা চামচ

. জিরা গুঁড়ো : ১ চা চামচ

. মরিচের গুঁড়ো : ২ চা চামচ

. সরিষা তেল : ১ কাপ

. ভিনেগার : এক কাপ

প্রনালি:

. বেগুন পাতলা করে কেটে, লবণ জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রাখুন।

. এক ঘন্টা পর বেগুন থেকে জল ঝরিয়ে নিন। এর সাথে সরিয়া এবং ভিনেগার মেশান।

. একটি প্যানে তেল গরম করতে দিন। তেলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিন। বাদামী রং হওয়ার পর্যন্ত ভাজুন।

. ভাজা হয়ে গেলে বেগুনগুলো প্যান থেকে নামিয়ে ফেলুন।

. একই তেলে কাঁচা মরিচ, আদা এবং রসুন দিয়ে নাড়ুন।

. এবার তেলে সরিয়া বাটা, গোলমরিচ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, চিনি, ভিনেগার এবং ভাজা বেগুন দিয়ে দিন।

. এরসাথে লবণ দিয়ে অল্প আঁচে ৫ মিনিট রান্না করুন।

. পাঁচ মিনিট পর নামিয়ে ফেলুন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার বেগুনের আচার।

<সংগৃহীত>

3
$ 0.00
Avatar for Runa
Written by
4 years ago

Comments

All her recepies are excellent..tried most recepies and turns out excellent..keep the good stuff cmig in..looking fwd to more delicious recepies!!..Looks delicious, u are a great cook.,,..//..,,

$ 0.00
4 years ago

eggplant is good for health

$ 0.00
4 years ago

Wow,first time i uttered this recipe. I 'll definitely make it

$ 0.00
4 years ago

thanks dear

$ 0.00
4 years ago