শরৎ

4 12
Avatar for Rikta
Written by
4 years ago

আমার রাত পোহালো শারদ প্রাতে।

বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে।

তোমার বুকে বাজল ধ্বনি

বিদায়গাথা, আগমনী, কত যে

ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে।।

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে

গানে গানে নিয়েছিলে চুরি করে।

সময় যে তার হল গত

নিশিশেষের তারার মতো

শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে।।

🌺🌺প্রকৃতি

🌼🌸🌼রবীন্দ্রনাথ ঠাকুর।।

4
$ 0.00

Comments

Nice poem

$ 0.00
4 years ago

কবিতাটি খুবই সুন্দর। শরৎে প্রকৃতি খুবই সুন্দর ভাবে সাঝে। এ ঋতুতে আকাশে সাদা মেঘেরা তুলার মত ভেসে বেড়ায়। চারদিকে কাশফুল ফুটে।কাশ শিউলি ফুল ফুটে। কাশফুল, শিউলি ফুল দুটিই আমার খুব পছন্দ। তাই শরৎ ঋতুও আমার অন্রক পছন্দ।

$ 0.00
4 years ago

বাহ! সুন্দর

$ 0.00
4 years ago