আসসালামুআলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিছু দৈনন্দিন জীবনের খুটিনাটি রুপচর্চা বিষয়ক টিপ্স। যা আপনাকে দিবে সুস্থ এবং হেলদি ত্বক। তো বেশি না বলে শুরু করা যাক।
১. কাচা দুধের গুন কে না জানে। ঠোঁটে কালো ছোপ ছোপ দাগ পড়লে কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে ঠোঁটের উপর লাগাতে হবে। এভাবে কিছু সময় অপেক্ষা করে ঠোঁট ধুঁয়ে নিন। নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের কালো ছোপ উঠে যাবে।
২. শীতকালে রোদে বের হতে ভালোই লাগে। কিন্তু অতিরিক্ত রোদ আপনার ত্বকের জন্য ক্ষতিকরও বটে! এজন্য একটি টমেটো রস করে এর সঙ্গে দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করে শুকিয়ে নিতে হবে। তবে শরীরের জ্বালা পোড়াভাব অনেকটা কমে যাবে।
৩. হাড়ি পাতিল মাজলে হাত রুক্ষ হয়ে যায়। সে রুক্ষতা দূর করতে দুধে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে মিশ্রণটি হাতে ভালো করে লাগাতে হবে। এভাবে কিছু সময় অপেক্ষা করে হাত পানি দিয়ে ধুঁয়ে নিতে হবে। ৪. অনেকের কনুইতে কালো ছোপ ছোপ দাগ পড়ে থাকে। যারা বিশেষ করে কনুই চেপে কাজ করে বা লেখা লেখির কাজ বেশি করে থাকে। তাদের এ সমস্যা বেশি হয়ে থাকে। এ জন্য পাতি লেবুর খোসা নিয়ে এর উপর চিনি দিতে হবে। তারপর কালো দাগের স্থানে লেবুর খোসা দিয়ে ম্যাসাজ করতে হবে। কিছু সময় ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুঁয়ে নিন।
৫. পিগমেন্টেশন বা কালো ছোপ ছোপ দাগ অনেকেরই দেখা যায়। এ ধরণের কোনো সমস্যা হলে আলু, শসা ও লেবু একসঙ্গে রস করে সঙ্গে এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে মিশ্রণটি ভালো করে দাগের উপর লাগাতে হবে। তাহলে দাগ আস্তে আস্তে অনেকটাই চলে যাবে।
কেমন লাগলো টিপস কয়টি কমেন্টস করে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন☺
আপনি খুবই সুন্দর একটা কথা বলেছেন এটা আমাদের সবার উপকারটা হবে তা হলো আমি নিজেও এটা জানতে পারবো আর আমি এই কথা গুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারবো