কুড়ি বছর বয়স(কবিতা)
কুড়ি বছর বয়স যেন কার্তিক কপালে বিধাতার আঁকা অনীকের জয়জয়কার, এই আসরে যৌবন লেগে নেশার ধোঁয়ায় ভস্ম করে স্বপ্ন দেখায় হাজারেহাজার। কুড়ি বছর বয়স যেন নরকের আগুনে পুড়া রক্তিম লৌহদণ্ড আর্তুগ্রুলের, কালের আঘাতে শাণিত করে আলীর জুলফিকার ছিন্ন করে মস্তক জুলমাতের।
কুড়ি বছর বয়স যেন রক্তে আগুন জ্বলা মরুৎ গর্জা ইসরাফিলের নিনাদ, বাহুবলে বিলয়ে গৃধ্রের দুর্গ আকাশে উড়ায় মুক্তি কেতন খ্যাতির কিরীটে উন্মাদ। কুড়ি বছর বয়স যেন বলগাহরিণীর মাধবীর ঘ্রাণে ছুটে চলা মর্তলোকে, সুযোগ পেলে অরুণ প্রাতে খামছে ধরে মৃত্যু পাঁজর হাকায় বরাক স্বর্গলোকে।
কুড়ি বছর বয়স যেন কামিনীর গর্ভে বেড়ে উঠা রক্তপিণ্ডের সৃষ্টিসুখের উল্লাস, পরম স্নেহ-মায়া-মমতায় হাজারো যাতনায় ফুটে উঠা মুকুলের পূর্ণবিকাশ। কুড়ি বছর বয়স যেন একাত্তরে বাঙ্গালীর প্রাণে বেজে উঠা জয় বাংলার ধ্বনি, বীর গাঁথা জনপদে তাজা প্রাণ সপে দিয়ে মুক্তির স্বাদে তুমি করেছো ঋণী!!
Your poim is so nice .it is a meaningful poem.line by line it has some extra beauty .