নব্বই দশকের প্রেমগুলো

6 33
Avatar for Rakibul287476
4 years ago

নব্বই দশকের প্রেমগুলো ছিল অসাধারণ,

বারান্দা থেকে বারান্দা ছিল লুকোচুরি দেখার খেলা...

দূর থেকে এক পলক দেখলেই এক সপ্তাহ পার করা যেত......

একটা চিঠি নিয়ে সারাদিন বসে থাকা যেত,

চিঠি লিখতে গিয়ে কাঁপা কাঁপা হাতে লিখতে হতো ভালোবাসি,

স্টাপলারের পিন দিয়ে লুকাতে হতো চিঠি,

রাস্তায় হঠাৎ সামনে পড়ে গেলে নিঃশ্বাস বন্ধ হয়ে যেত,

মাঝে মাঝে জামার রং মিলে গেলে খুব খুশির বন্যা বয়ে যেত,

জানালার পাশে ঘাপটি মেরে বসে থাকা যেত ঘন্টার পর ঘন্টা....

যেদিন তাকে দেখা সেদিনই ক্যালেন্ডারে লাল দাগটা আপনাআপনি পড়ে যেত,

স্কুলের সামনে একদিন না দেখতে পেলে বুকটা মোচড় দিয়ে উঠতো,

অভিমানী ঠোঁটটা ফুলে উঠতো,

স্কুলের টেবিলে তো (ব+ল) লেখাই থাকতো ,

ডায়রীর পাতা ভরা থাকতো শুধু ভালোবাসার কথা আর গান,

ছোট ছোট কথাগুলো ডায়রীর পাতায় টুকে রাখতে হতো,

ঈদের দিন সকালে তাকে দেখে তবেই ঈদের জামাটা পড়া লাগতো ....

কি সুন্দর ছিল দিনগুলো,

আর ফিরে আসবে না কখনো।

9
$ 0.00

Comments

কতই না সুন্দর ছিল সেই দিনগুলি
সেই দিন গুলো চাইলেও এখন আর ফিরে পাওয়া সম্ভব না। খুব মিস করি

$ 0.00
4 years ago

wow

$ 0.00
4 years ago

রোমিও জুলিয়েটের কাহানি

$ 0.00
4 years ago

Right.

$ 0.00
4 years ago

Right.

$ 0.00
4 years ago

Excellent

$ 0.00
4 years ago