কোনো এক বর্ষায় এক ঝাঁক বৃষ্টি সাথে এক কাপ চা আর তুমি...।। ব্যাপারটাই অন্যরকম...।। সৃতি মাখা ডায়েরির পাতাটা হয়তো সেদিন আবার ভেসে উঠবে বৃষ্টির ঝিরিঝিরি শব্দে...।।
পুরনো সেই দিনগুলো যেই দিনগুলোতে বৃষ্টিতে ভিজবার জন্য কতো না বাহানা খুঁজতাম...।। আর তুমি শত অজুহাতে না করে দিতে...।। যখন আমার বাহানা করাটা অতিরিক্ত হয়ে যেতো তখন তুমি রাগ করে বলতে আমি যখন বলেছি না তখন না...।। বলে ফোনটা কেটে দিতে...।। একটু পর আবার ফোন করে বলতে কি রাগ করেছো...?? আমি ও অভিমানের সুরে বলতাম না...।। তুমি বলতে আচ্ছা তাহলে ছাদে আসো...।। আমি জিজ্ঞেস করতাম কেনো...।। তুমি বলতে বৃষ্টিবিলাস করবো তাই...।।
সত্যি কতো না সুন্দর ছিলো সেই দিনগুলো...।। রাগ, অভিমান, অভিযোগ আর সাথে ছিলো না বলতে পারা অফুরন্ত ভালোবাসা...।।
লিখা: রাকিবুল হাসান
Nice