আমাদের ছোটো নদী-

5 17
Avatar for Rahat_2020
3 years ago

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে

বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।

পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,

দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,

একধারে কাশবন ফুলে ফুলে সাদা।

কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,

রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,

গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।

তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে

গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে

আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।

বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,

বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর

মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।

মহাবেগে কলকল কোলাহল ওঠে,

ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।

দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,

বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

7
$ 0.00

Comments

😊😊সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সত্যিই অসাধারণ একটি কবিতা ছিল।আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। 🎁🎁

$ 0.00
3 years ago

hmm school life pore chilam

$ 0.00
3 years ago

আহ!ছেলে বেলার কথা মনে পড়ে গেলো।কবিতা গুলো ভুলেই গেছি।ধন্যবাদ শৈশব টা কে মনে করিয়ে দেওয়ার জন্য।

$ 0.00
3 years ago

floow me please

$ 0.00
3 years ago

Excellient
please subscribe me please please please

$ 0.00
3 years ago