বৃষ্টির দিন নিয়ে সবারই কিছু না কিছু স্মৃতি ভালোবাসা জড়িয়ে থাকে। আজকের বৃষ্টি আমাকেও সেই পুরোনো ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেছে। কত মজার দিন ছিল। স্কুল থেকে ফেরার পথে বৃষ্টি পরলে তো আর কোন কিন্তুই থাকে না, ছাতার কোন দরকারই থাকে না। পুরোটা রাস্তা জুড়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরতাম। কাক ভেজা হয়ে কত বার রাস্তায় ঘুরেছি এই বৃষ্টির দিনে।
আর এখনকার বৃষ্টিতে বাসায় বসে শুধু উপভোগ করা ছাড়া আর কিছুই করার থাকেনা। জানালা দিয়ে,ব্যালকনি দিয়ে তাকিয়ে থাকা, অন্য জগতে চলে যাওয়া, বৃষ্টির প্রতিটি ফোঁটার মধ্যে নিজেকে খুঁজে নেবার বৃথা চেষ্টা করা। এই তো এখনকার বড় বেলার দিন, বাসায় বন্দী বৃষ্টির দিন এমনিই করে কেটে যায়।
তবে হ্যাঁ মাঝেমধ্যে তেলে ভাজা, গরম ধোঁয়া উঠা এককাপ চা এই বৃষ্টির দিন গুলোর আবেদন আরেকটু বাড়িয়ে দেয়। কাঁথা গায়ে মুড়িয়ে ঘুমানো, শীত শীত ভাবটার সাথে একটু মানিয়ে নেয়া এসবই হল এখনকার বৃষ্টি উপভোগ করার মাধ্যম। ছোট বেলায় বড় ফিরে যেতে ইচ্ছে হয়! যেমন খুশি ভিজে, ভেজা জামাকাপড় নিয়ে বাসায় ঢুকে বকুনি খাওয়ার মধ্যে যে আনন্দ ছিল তা এখন আর কই!
আর এখন আগের মত রাস্তায় ভিজে বাড়ি ফেরার বয়স ও তো গেছে! হায় ছোটবেলার বৃষ্টি! এখনো মনে পড়ে, এই বৃষ্টির মধ্যে গ্রামের পুকুরে ডুব দেয়া,জল নিয়ে খেলা করা! আর অন্যদিকে মা দের তাড়া দেয়া! তাড়াতাড়ি ঘরে ফিরতে বলা, অসুখ করবে বলে বকুনি দেয়া! সেই সোনালী দিন কত পিছনে ফেলে চলে এসেছি!
ভালো থাকুক ছেলেবেলা। ভালো থাকুক সেইসব স্মৃতি। মনের এক কোণে ঘুরতে থাকুক! ❤
বৃষ্টির দিন মানেই প্রকৃতিকে অনেক কাছ থেকে দেখা। বৃষ্টির দিন মানেই পছন্দের কিছু গান শোনা। ভাল লাগে বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলতে😍