ভয়ানক সেই রাত#

2 20
Avatar for Pami
Written by
3 years ago

সিহাব তার বাবা মার একমাএ সন্তান।সে সবেমাত্র তার higher studies completed করে তার বাবার business এ যোগ দিয়েছে।সিহাবের মা সিহাবের জন্য পাএী খুঁজছেন। সিহাব দেখতে বেশ handsome, good looking British রা দেখতে যেমন ঠিক তেমন সে। মনের দিক দিয়েও খুব ভাল মানুষ সে।তার বাবা মা তাকে মানুষের মত মানুষ বানিয়েছেন। সব থাকার পরও সিহাবের জন্য পাএী খুঁজে পাওয়া যাচ্ছিল না।যদিও বা কোন সম্পর্ক ঠিক হচ্ছে তাও ভেঙ্গে যাচ্ছে কোন কারণ ছাড়া।এভাবে কাটতে থাকে সময়।একদিন সিহাবের বিয়ে ঠিক হয়ে যায়।বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোজ রাতে সিহাবের মা দুঃস্বপ্ন দেখছেন।প্রথম প্রথম এটাকে তিনি শুধুমাএ একটা স্বপ্ন ভেবেছেন।ভেবেছেন এমন কিভাবে হতে পারে যে, কেউ তাকে স্বপ্নে বলছে বিয়ে ভাঙ্গতে? কিভাবে সম্ভব? কিন্তু যখন একই স্বপ্ন রোজ রাতে তিনি দেখতে থাকেন তখন তিনি বেশ ভয় পেয়ে যান।সিহাবের বাবাকে তিনি তার স্বপ্নের কথা জান।কিন্তু সিহাবের বাবা হেসে বলেন,

বাবা:এটা শুধুমাএ একটা স্বপ্ন।এই নিয়ে বেশী ভেবো না তো।আমাদের একমাএ ছেলে বিয়ে, আনন্দ কর।বাড়িতে নতুন সদস্য আসতে চলছে।তোমার বউমা।just relax.

আজ সিহাবের গায়ে হলুদ ছিল। সবাই ডিনার শেষ করে যে যার রুমে চলে যান।আজ রাতেও সিহাবের মা সেই স্বপ্নই দেখেছেন।উনাকে একজন বলছেন,

পুরী:বার বার বলেছি এই বিয়ে বন্ধ করতে কিন্তু শুনিস নি।আমি আমার জিনিস কাউকে দিব না।তাই নিয়ে যাচ্ছি আমার সাথে, আমার দুনিয়ায়।

পুরী হাসছে।ভয়াঙ্কর সেই হাসি।সিহাবের মায়ের ঘুম ভেঙ্গে যায়।তিনি দৌড়ে যান সিহাবের রুমে। তিনি দেখেন সিহাব শুয়ে আছে।সিহাবকে তিনি ডাকেন।অনেক ডাকাডাকির পরও সিহাবের কোন সাড়াশব্দ পাচ্ছেন না তিনি।তিনি সিহাবকে touch করলেন ছেলেটির শরীর বরফের মত ঠান্ডা হয়ে আছে।তার আর বুঝার বাকি রইল না কি ঘটেছে।তিনি চিংকার করে উঠেন। তার চিংকারের শব্দ শুনতে পেয়ে সিহাবের বাবা, সিহাবের বিয়েতে আসা আত্মীয়স্বজন সবাই চলে আসেন সিহাবের রুমে।সবাই তাকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে? মা কাঁদছেন আর বলছেন,

মা:ও নিয়ে গেছে আমার ছেলেটাকে।ও আমাকে রোজ রাতে স্বপ্নে দেখা দিতো ।বলত এই বিয়ে বন্ধ করতে।সিহাবকে ও ভালবাসে।ছোট থেকে ও সিহাবের সাথে থেকেছে।একসাথে বড় হয়েছে।কি করে অন্য কারোও হতে দিবে সে।তাই নিয়ে যাচ্ছে।

অনেক স্বপ্ন ছিল সিহাবের বিয়ে নিয়ে। কিন্তু কে জানত সিহাবকে এভাবে মরতে হবে।আনন্দ এভাবে কান্নায় পরিণত হবে।

গল্পটি কাল্পনিক।বাস্তবতার সাথে কোন মিল নেই। ভুল ক্রুটি ক্ষমা করবেন। এই ধরণের গল্প আমি প্রথম লেখছি।ধন্যবাদ সবাইকে।

7
$ 0.00
Avatar for Pami
Written by
3 years ago

Comments

Interesting ghost story....

$ 0.00
3 years ago

Wow.. I like ghost stories.. Thanks for sharing.. I always support you

$ 0.00
3 years ago