উত্তর : ওয়ার্ক আউট বন্ধ করে দিলে ,শরীরের ওজন বেড়ে
যাবে ; কারন - ফুড মেটাবলিজম স্লো হয়ে যায় ,
সুতরাং , ওয়ার্ক আউট বন্ধ হলেও ,বডি এর ডিমান্ড অনুযায়ি ব্যালান্সড ডায়েট মেইনটেইন করতে হবে ,
এক্সপ্লানেশন -
এক্সারসাইজ বন্ধ করে দিলে-
> মাসেল ম্যাস এবং স্ট্রেংথ কমে যাবে
> মাসেল এট্রফি( মাসেল সাইজ ছোট হয়ে যাবে)
> এডিপজ / ফ্যাট সেল ,মাসেল ছোট হয়ে যাওয়ায় সেই স্থান
দখল করবে
> ফ্যাট ডিপোজিট হবে
> ওয়েট গেইন হবে
রিসার্চ অনুযায়ি 12 সপ্তাহ এর মতো কেউ যদি ওয়ার্ক আউট বন্ধ রাখে , তাহলে তার মাসেল ম্যাস এবং স্ট্রেংথ কমে যাওয়া প্রক্রিয়া শুরু হয়ে যাবে
Dr. Muscle ( Opu )
M.B.B.S
Masters in Public Health
Diploma in Sports Nutrition
Lecturer of Nutrition & Food Engineering , DIU
Refferenced by the journal of rehabilitation medicine of New York University
This post will be very useful for those who don't know