রাইটার:দিলরুবা হাসান পামি
মিস্টার:cool down,young lady.আমি তো তোমার সাথে fun করেছি এতক্ষণ ধরে।By the way,এবার কাজের কথায় আসছি।এটা নিয়ে বসের বাসায় যাও।
অন্বেষা:ঠিকানা?
মিস্টার:এই যে ঠিকানা।
অন্বেষা তার কেবিন থেকে বের হয়ে তার CEO Sir এর বাড়িতে যায়।বাড়ি বললে ভুল বলা হবে prince থাকেন একটি ফ্ল্যাটে।যদিও এই শহরে তার বাবার একটি বাড়ি আছে।তবুও সে এই ফ্ল্যাটে একা থাকছেন।অন্বেষা যখন লিফটে ছিল তার একজন বাচ্চা ছেলে সাথে দেখা হয়।তাকে দেখে মনে হচ্ছে সে এদেশে নয়।অন্বেষা তাকে বুঝার জন্য তার সাথে কথা বলছে।কথায় কথায় সে জানতে পারে ছেলেটির বাবা বাংলাদেশি আর মা আমেরিকান।কিছুদিন হল তারা এদেশে এসেছেন।
ছেলেটি:Sister, 2nd floor?
অন্বেষা:hmm.
2nd floor এসে অন্বেষা ছেলেটিকে বলল,
অন্বেষা:Bye little boy, take care.
ছেলেটি: আমি এখন ছোট ছেলে নই।আমি এখন বড় হয়ে গেছি।তোমরা বড়রা নিজেদের কি ভাব নিজেদের?
এই পিচ্চিটা ভাল বাংলা বলতে পারে তো।তার মানে এতক্ষণ ধরে না জানার অভিনয় করছিল।দুষ্ট ছেলে।(মনে মনে বলল অন্বেষা)
অন্বেষা তার বসে ফ্ল্যাটে কলিংবেল দিতেই একজন সুদর্শন পুরুষ এসে দরজা খুলে দেন।তাকে দেখে বুঝা যাচ্ছে যে,তিনি swimming করছিলেন।অন্বেষা চিংকার করে বলল,
অন্বেষা:এ কি করছেন আপনি? ( সে তার চোখ হাত দিয়ে ধরে রেখেছ)। প্লিজ আপনি আপনার dress পড়ে নিন।এভাবে আপনি আমার সামনে আসবেন না কখনও।
বস:Oh,hello.এটা আমার house এখানে আমি কিভাবে থাকব সেটা আমার personal matter. তুমি বলার কে? Who are u?
অন্বেষা:আমি অন্বেষা আহমেদ।আপনি আপনার new Assistant. (my bad luck মনে মনে বলে সে)
বস:এভাবে দরজায় দাড়িয়ে থাকবে নাকি ভিতরে আসার ইচ্ছে রয়েছে?
আপনাকে দেখার পর আপনার সাথে কাজ করার ইচ্ছেই মরে গেছে আর আর ভিতরে আসার কথা কি বলব(মনে মনে)
অন্বেষা:না আমি এখানেই ঠিক আছি।
বস:Miss Assistant, ভিতরে এসো।এটা আমার অনুরোধ নয় বরং order. Hurry up.
অন্বেষা বাসায় প্রবেশ করার পর তার বস তাকে একটি লিস্ট ধরিয়ে দিয়ে বলেন,
বস:আমার বাসায় খাবার শেষ হয়েছে আর কি কি লাগবে সবকিছু আছে এই লিস্টে। তুমি কালকে অফিস আসার সময় সবকিছু আমার বাসায় দিয়েই তবে অফিস যাবে।এটা জিনিসও যেন বাদ না পড়ে।বাদ পড়বে তো তোমার খরব আছে miss assistant. এখন তুমি আসতে পার।
অন্বেষা:Okay,boss.
অন্বেষা তার বসের বাসা থেকে বের হয়েছে।এখন সে রাস্তায় হাটছে।তার খুব রাগ হচ্ছে।সে বলছে নিজেকে,
অন্বেষা: নামে প্রিন্স হলেই কি কেউ প্রিন্স হয়ে যায়?Disgusting. আমি উনার Assistant অথচ আমার সাথে servant মত আচরণ করছেন। Devil man একটা।বাহবা, কি বললে অন্বেষা।দারুণ তো Mr.devil man.🤣🤣তারপর থেকে অন্বেষা তার বসের নাম্বার Mr.devil man দিয়ে save করে রেখেছে।
গল্পটা সুন্দর হয়েছে