রাইটার#দিলরুবা হাসান পামি
অন্বেষা অফিস শেষ করে তার বসের দেওয়া লিস্ট অনুযায়ী সব কিছু কিনে বাসায় যায়।পরেরদিন সকালে তার বসের ফ্ল্যাটে চলে যায়।সে অনেকক্ষণ ধরে কলিংবেল দিয়ে যাচ্ছে but তার বসের কোন খবর নেই।
তার মানে Mr.devil man ঘুমাচ্ছেন।নবাবপুত্র তো ঘুমাবেই।wait দেখাছি মজা।(নিজে নিজে)
অন্বেষা:Hello,CEO Sir.ওহ স্যার।Hello
অন্বেষা চিংকার করে তার বসকে ডাকছে।
তার চিংকার শুনে প্রিন্সের ঘুম ভেঙ্গে যায়।সে দরজার খুলে বলে,
প্রিন্স:Who are u?
অন্বেষা:বস,আমি আপনার Assistant. কালকেই তো আপনার সাথে আমার পরিচয় হয়েছে।আর আপনি আমাকে ভুলে গেছেন?আপনার স্মৃতিশক্তি এত খারাপ,বেচারা আমার বস।
বস: Oh,Miss Assistant. Are you mad? এত সকালে কেন এসেছ?
অন্বেষা: I am sure,আপনার বাসায় নিশ্চয়ই কোন ঘড়ি নেই।তাই আপনি জানেন না যে, এখন কয়টা বাজছে?
এই যে দেখুন কয়টা বাজছে।সে তার হাতের ঘড়িটি প্রিন্সের সামনে ধরে।
বস: ওহ, মাএ ৯টা বাজছে।আর হ্যা এত সকালে next time আর আসবে না।আমার ঘুমের সমস্যা হয়।
নবাবপুএ তো আপনি। আপনি ঘুমের প্রয়োজন রয়েছে আর কারোও নেই।অাস্তে আস্তে বলল অন্বেষা।
প্রিন্স:কিছু বললে, মায়াবিনী ওহ সরি Miss Assistant.
অন্বেষা:না, আমি তো কিছুই বলি নি।
প্রিন্স:I am sure , তুমি একটু আগে আমায় কিছু বলেছ।
অন্বেষা:না, স্যার।আপনাকে কিছু বলি নি?আপনি শুনতে ভুল করেছেন,স্যার।
বস:May be,আমি ভুল মায়াবিনী। by the way,এই নাও key.তুমি তো আমার কথা শুনবে না, তাই এটা তোমার কাছে রেখে দাও।আর হ্যা next time সামনে দরজা দিয়ে আসবে না।পিছনের দরজা দিয়ে আসবে।মনে থাকবে তো?
কি মায়াবিনী?এই নামটা তো কেউ জানে না।শুরু একজন ছাড়া।কিন্তু সে তো --
প্রিন্সের ডাকে সে তার ভাবনার জগত থেকে বের হয়ে আসে।
প্রিন্স:Miss Assistant. আমি shower নিতে যাচ্ছি।তুমি আমার খাবার ready কর।
অন্বেষা:বস, আমি অন্বেষা। Please call my name.আর আমি আপনার Assistant, not your servant. So আপনার খাবার আপনি বানাবেন।আমি এখন অফিস যাচ্ছি।Bye boss.
অফিসে আসার পর তার কোন কাজে মন লাগছে না।তার মনে অনেক প্রশ্ন জমেছে। কে এই প্রিন্স স্যার?কিভাবে জানেন আমার নাম?আপনার আসল পরিচয় কি?নীল?না উনী আমার নীল নন।হতে পারেন না।আমার নীল সাথে প্রিন্সের স্যারের কোন মিল নেই।তবে কে আপনি স্যার?
নীল কোথায় তুমি?তোমার কি তোমার মায়াবিনীর কথা মনে পড়ে না?কি আর কখনও দেখতে পার না? আজ তোমার কথা খুব মনে পড়েছে নীল। খুব miss করছি তোমায়, নীল।
So nice