আজ হার না মানা একজন মানুষের গল্প বলব।তিনি হচ্ছে বেয়ার গ্রীলস।Man vs wild আনুষ্ঠানটি আমরা যারা দেখি তাদের কাছে খুবই পরিচিত একটি নাম বেয়ার গ্রীলস। তার যখন আট বছর তার বাবা তাকে এভারেস্টের ছবি দেখিয়ে বলেছেন,"এভারেস্টের চূড়ায় উঠতে পারবে তো তুমি"সেদিন তিনি বুঝেই হোক বা না বুঝেই তিনি হ্যা বলেছিলেন। স্কুল লাইফ শেষ করে বৃটিশ আর্মির এয়ার ডিভিশনে যোগ দেন।মনের ভিতরে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে দাড়িয়ে বিজয়ীর চিৎকার দেওয়া ইচ্ছে কখনও দমে যায় নি।এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা।জাম্বিয়াতে ফ্রি ফল প্যারাসুটিং করার সময় তিনি মারাত্মকভাবে আহত হলেন।তার শিরদাঁড়ারের তিনটি কশেরুকা ভেঙ্গে যায়।ডাক্তার বললেন, তার বাকি জীবন wheelchair কাটাতে হবে।তার জব চলে যায়।বাকি জীবন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে কাটিয়ে দেবার অপেক্ষা। তিনি তার মনোবল তার destiny কে changeকরতে বাধ্য করে।তিনি ১বছরের ভিতর wheelchair থেকে উঠে দাড়ান। হাটতে শুরু করেন এরপর তিনি দৌড়াতে শুরু করেন। medical science কে ভুল প্রমাণ করেন তিনি।উঠে দাড়ানোর just ৬ মাসের মাথায় তিনি এভারেস্ট জয় করেন। তখন তিনি মাএ ২৩বছরের। তিনি সবাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ইচ্ছা সেই শক্তি যার কাছে হার মানে সব কিছু।হারা না মানা মনোবল মানুষকে তার লক্ষ্য পৌছাতে সাহায্য করে।আমরা ছোট ছোট বিষয় নিয়ে ভেঙ্গে পড়ি। বলি আমি পারব না। আমার লাইফের কতটা পেইনফুল। ব্যর্থতাকে কেন আমরা আমাদের সফলতার সিঁড়ি ভাবতে পারি? এতটা পরিশ্রম করতে কি পারি না? যাতে ব্যর্থতাও লজ্জা পেয়ে যাবে।আর সফলতা নিজে থেকেই এসে ধরা দিবে। নিজেকে দোষারোপ করা বন্ধ করে প্রতিজ্ঞা করি আমি পারি, পারব।
4
13
Amr pochonder ekjon Lok....