অর্থ শূন্যতা দারিদ্র্য নয়..... মনোবল হারানোটাই দারিদ্র্য টাকা হারানোটা দারিদ্র্য নয়....... আশা হারানোটাই দারিদ্র্য! পথ বন্ধ হওয়াটা দারিদ্র্য নয় ; রুদ্ধ পথ থেকে নতুন দিশা খুঁজে না পাওয়াটা দারিদ্র্য। আশাবাদী হওয়াটা দারিদ্র্য নয় ; আশাহত হওয়াটা দারিদ্র্য। বাঁধা আসাটা দারিদ্র্য নয় ; বাঁধাকে বুড়ো আংগুল না দেখাতে পারাটাই দারিদ্র্য! আসুন.... সম্ভাবনা খুঁজি, রুদ্ধ পথে যুদ্ধে নামি, বাঁধাকে অতিক্রম করি, নিশার মাঝে দিশা খুঁজে নিই। এসব না পারলে তখন না হয় দারিদ্র্য নিয়ে কথা বলা যাবে। দারিদ্র্য বাঁধা নয় ; চলার পথটা একটু দীর্ঘায়িত হওয়া মাত্র! আসুন দীর্ঘ পথ ছোট করি, মনোবলে হাতটা ধরি!
8
19
অনেক সুন্দন করে গুছিয়ে লিখছেন, আসলে যতো দারিদ্র্য থাকুক না কেনো আমাদের সাহস আর মনোবল ঠিক থাকলে দারিদ্র্যতা আমাদের শুন্য করতে পারেনা