শায়খ, কি করব, কিছুই ভালো লাগে না। -নিক্বাহ (বিয়ে) করো।
কি? শায়খ খাওয়াবো কি? -লতা-পাতা, অভাব নাই তো।
শায়খ আমি কি গরু-ছাগল? -বুদ্ধি তো তাদের মতই। আল্লাহর জমিনে খাওনের অভাব আছে?
কিন্তু তাই বলে শায়খ। কোন ইনকাম সোর্স ঠিক না করে?
-ইনকাম সোর্স মানে? প্রতি জুম'আ বার মাসজিদে অনেক ভীড় হয়, বাইরে থালা হাতে দাড়াইয়া থাকবা, ভালো কালেকশান হবে। পারলে স্ত্রী-সহ দুজনে মিলে দাঁড়াবে। দুই হাজার কইরা হলেও চার জুম'আ আট হাজার টাকা।
কি? মানুষের কাছে হাত পাতা? সামর্থ্য থাকতেও? স্ত্রী-সহ? শায়খ এইটা আপনি কি বললেন? দরকার হইলে মাটি কাটব, ঝালমুড়ি বেচব, অটো চালাব, বই বেচব, পাঠাও-এ ট্রিপ মারবো। তাও হাত পাতার মত গর্হিত কাজে আমি নাই।
-এই উত্তরটাই শুনতে চাইছিলাম তোমার মত বীর্যবানের মুখে। যাও নিক্বাহ (বিয়ে) করো, রাতের বেলায় হাত আল্লাহ'র কাছে পাতো আর দিনের বেলায় বেশী বেশী খাটো। তোমার স্ত্রী বাসায় গরম ভাত আর ডিম ভাজা নিয়ে বসে আছে। সবকিছুর গরম কিন্তু সবসময় থাকে না।
শুকরান শায়খ। শুকরান। চোখ খুলে দিয়েছেন। আমি রেডী। ইন শা আল্লাহ।
"তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
[আন-নুর, আয়াত ৩২
হুম প্রিয় তুমি সম্পূর্ণ সত্যি কথা বলেছো। আসলেই আমাদের রিজিক এর মালিক আল্লাহ। সে ই আমাদের ভাগ্য পূর্বে থেকেই নির্ধারণ করে রাখে। ধন্যবাদ প্রিয় এত সুন্দর একটি তথ্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ভালোবাসা রইলো আপনার জন্য অফুরন্ত।