কিছু উক্তি,জীবনের জন‍্য

5 16
Avatar for Ostina1
4 years ago

যে যাই বলুক, তুমি তোমার নিজের পথে চল।

কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু।

সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য চেষ্টা।

টাকা পয়সাহীন মানুষ তীরহীণ ধনুকের মত।

পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।

যাকে শ্রদ্ধা করা যায় না, তাকে হৃদয় দিয়ে ভালবাসাও যায় না।  

সুন্দর পোষাক পরিহিত ব্যাক্তি মাত্রই ভদ্রলোক নয়।

আইন মাকড়শার জালের মত, ক্ষুদ্র কেউ পরলে আটকে যায় বড়োরা ছিড়ে বেড়িয়ে আসে।

বিলাসিতা করার মধ্যেও সীমাব্ধতা থাকা উচিত হ   ভীরুরা যখন নিরাপদ অবস্থানে থাকে তখনই অন্যকে শাসাতে সাহস পায়।

  প্রয়োজন আইনের তোয়াক্কা করে না।

একজন সৎব্যাক্তি সকল পক্ষ কর্তৃক সম্মানিত হয়ে থাকেন।

অর্থ মানুষকে পিশাচ করে তুলে, আবার অর্থই মানুষকে মহৎও করে তুলে।

একটি মহৎ হৃদয় যার আছে, তিনি অতুলনীয় ঐশ্বর্যের অধিকারী।

জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সংগী।

দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসিমুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে।

বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে হ অল্পতে যারা সন্তুষ্ট তাদের ধ্বংস নেই।

 কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই, তার সাফল্য অনিশ্চিত।

প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক।

প্রকৃতি তার গোপন কথা একদিন বলবেই।

একজন সৎবন্ধু যার নাই তার জীবন দুঃসহ।

সময় তাদের জন্য অনেক্ষন অপেক্ষ করে যারা তার সদ্ব্যবহার করতে জানে।

আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপড় দন্ডায়মান।  

জীবন যতক্ষন আছে, বিপদ ততক্ষন থাকবেই।  

6
$ 0.00
Avatar for Ostina1
4 years ago

Comments

লেখাগুলো সত্যি অসাধারণ হয়েছে ,, জীবনে সফলতা অর্জন করতে হলে আমাদের এগিয়ে যেতে হবে। চলার পথে হয়তো অনেক বাধা আসবে সব বাধা অতিক্রম করে আমরা সফলতা অর্জন করব,,,আর যদি বাধা অতিক্রম না করে আমরা হার মেনে যায় তাহলে কখনো আমাদের জীবনের সফলতা আসবে না। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সফলতা অর্জন করা যায় না ,, সফল হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। কিছু করতে গেলে সমালোচকরা অনেক কিছু বলবে কিন্তু আমাদের সবকিছু আমাদের ভালোভাবে এগিয়ে যেতে হবে।

$ 0.00
4 years ago

আপনার লেখাগুলো পড়তে আমার অনেক ভাল লাগে, অনেক অনেক শুভ কামনা

$ 0.00
4 years ago

Reality based article

$ 0.00
4 years ago

খুব সুন্দর লিখেছো। আর সব গুলার বাস্তব

$ 0.00
4 years ago