গোবিন্দপুর ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য।

5 15
Avatar for Ostina1
4 years ago

কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস- তেমনি সুঘ্রাণ –                        হরিনেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে ! আমারো ইচ্ছা করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো                         গেলাসে গেলাসে পান করি, এই ঘাসের শরীর ছানি- চোখে ঘসি,                        ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার                       শরীরের সুস্বাদু অন্ধকার থেকে নেমে ।

কিছু ছবি শেয়ার করলাম।বাংলাদেশ গৌবিন্দ ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি শেয়ার করলাম।আশা করে ভালো লাগবে আপনাদের।

3
$ 0.00
Avatar for Ostina1
4 years ago

Comments

এতো সুন্দর একটা পোষ্ট করার জন্য ধন্যবাদ আপু। উফফফ পুরাই অস্থির খুব ভালো লগছে । আমার মনটা একদম ছুয়ে গেছে। আমি মুগ্ধ হয়ে গেছি ছবিগুলো দেখে। কিভাবে প্রশংসা করবো বুঝতেছি না। অনেক অনেক সুন্দর।।

$ 0.00
4 years ago

উফফফফ পুরা অস্থির। কিছু বলার নাই। কোন ভাষায় বললে যে এর পরিপূর্ণ সুন্দর সম্পর্কে সঠিক ভাবে বলতে পারবো সেটাই বুঝতে পারতেছি না। একদম মুগ্ধ হয়ে গেছি।

$ 0.00
4 years ago

Such a beautiful scenario

$ 0.00
4 years ago

এতোসুন্দর একটা জায়গার সৌন্দর্য আমাদের সাথে সিয়ার করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্রাকৃতির সৌন্দর্যরূপ মানুষের মনকে প্রফুল্ল করে তুলে,,প্রাকৃতিক সৌন্দর্য আমাদের শরীর আর মন দুইটাকে সতেজ রাখে।

$ 0.00
4 years ago

গোবিন্দপুর ইউনিয়নের প্রকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দর । চারদিক সবুজ আর সবুজ ।গোবিন্দপুর ইউনিয়ন এর প্রকৃতির সৌন্দর্য দেখে মন ভরে যায় । আপনি খুব সুন্দর ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করলেন । আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর ফটোগুলি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

$ 0.00
4 years ago