রসগোল্লার রেসিপি -

19 34
Avatar for Odhora22
4 years ago

আসসালামু আলাইকুম।

শুভ সকাল। সবাই কেমন আছেন। সকাল সকাল চলে আসলাম সবার প্রিয় স্পঞ্জ রসগোল্লা নিয়ে।

বাঙ্গালির প্রিয় মিষ্টি মানে রসে ভরা টইটম্বুর রসগোল্লা। আর এই স্পঞ্জ রসগোল্লাতে মিষ্টির পরিমাণ হালকা হওয়ায় পরিবারের ছোট-বড় সকলেই এটি খেতে পারে এবং স্বাস্থ্যের জন্যও ভালো। আর গরম গরম রসগোল্লার টেস্ট তো আমার কাছে অসাধারণ।

স্পঞ্জ রসগোল্লা তৈরির প্রধান উপকরণ হচ্ছে ছানা।

ছানার উপকারিতা : দুধের ছানা একটি অত্যন্ত পুষ্টিকর ও হেলদি খবার,কারন এতে আছে দরকারী ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। এটি দুগ্ধ জাত খাবার ও দুধের সমান পুষ্টিকর খাবার। এমনকি এটি দুধের চেয়েও বেশি পুষ্টিকর খাবার হিসেবে গন্য করা হয়। কারণ,দুধের চাইতেও বেশি Vitamin যেমন- Vitamin B complex , calcium, Phosphoras ছানাতে পাওয়া যায়।

রসগোল্লা তৈরিতে যা লাগবে-

_ দুধ (১ কেজি)

_চিনি (দেড় কাপ)

_টক দই

_পানি (৬ কাপ)

_ময়দা (২ চা চামচ )

_গোলাপ জল (২ চা চামচ)

_এলাচ ( কয়েকটি)

* যেভাবে বানাবেন-

১. প্রথমে ছানা তৈরি করার জন্য দুধ জ্বাল দিন। ফুটে উঠলে নামিয়ে টক দই দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন এবং ছানা তৈরি করুন যতক্ষণ না সবুজ আভা দেখা যায়।☺

২. পরে তার ছেঁকে ছানা আলাদা করে নিন।

৩.রসগোল্লা তৈরির জন্য ছানা কয়েক ঘন্টা বাইরে রেখে দিন।

৪.একটি পানির পাত্রে চিনি গুলিয়ে জ্বাল দিন।

৫.এবারে ২ চামচ ময়দা, চিনি ও এলাচ গুড়ো করে ছানা দিয়ে বল তৈরি করুন।

৬. এবার বল গুলো চিনি জ্বাল দেওয়া পানিতে দিয়ে দিন ও আঁচ বাড়িয়ে দিন। কিছুক্ষণ পর সেগুলো ভেসে উঠবে। তখন একটি বড় চামচ দিয়ে ডুবিয়ে জ্বাল দিন।

৭. ২০/২৫ মিনিট পর নামিয়ে রেখে দিন।

৮. এবার ঠান্ডা হলে গোলাপ জল ছিটিয়ে ৭/৮ ঘন্টা পর পরিবেশন করুন মজাদার রসগোল্লা। 🤗

8
$ 0.00
Avatar for Odhora22
4 years ago

Comments

[deleted]

$ 0.00
4 years ago

Done....

$ 0.00
4 years ago

thank you 🖤

$ 0.00
4 years ago

Welcome dear,

$ 0.00
4 years ago

রসগোল্লা আমার অনেক পছন্দ। দেখেই খুব সুস্বাদু লাগছে। আমি খেতে চাই।

$ 0.00
4 years ago

হা, খেতে খুবই মজাদার। খুব সহজ রেসিপি। 😋😋

$ 0.00
4 years ago

অবশ্যই বন্ধু। এভাবে পাশে থাকবেন। বানানো খুব সহজ।আর খেলতে সুস্বাদু।

$ 0.00
4 years ago

অসাধারণ একটি রেসিপি নাম শুনি মুখে জল এসে গেল। রসগোল্লা খেতে কার না ভালো লাগে আমার তো দারুন ভালো লাগে। আজকের রেসিপি বানানোর জন্য ট্রাই করবো।এরকম একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও রেসিপি আমাদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন।

$ 0.00
4 years ago

আজ গরিব বইলা , কেউ রসগোল্লা খাওয়াইলো না। ছবি দেইখা মুখে পানি চইলা আসছে।সকাল সকাল এমন পোষ্ট, এ দুঃখ কেমনে মিটাই ।যাক ভালো পোষ্ট ছিল। আশা করি এমন আরও দেখতে পারব। ( দয়া করে বানিয়ে নিতে বলবেন না)

$ 0.00
4 years ago

আমি তো ঠিক করছি প্রতিদিন এমন একটা রেসিপি শেয়ার দিয়ে সকাল শুরু করবো। খুবই সহজ তৈরি করে খেয়ে নিন। 😋😋

$ 0.00
4 years ago

আমি রেসেপি দেখতে ভালো লাগে, কিন্ত রেসেপি বানাতে ভালো লাগে না।

$ 0.00
4 years ago

ওও আচ্ছা।।😋

$ 0.00
4 years ago

hmm

$ 0.00
4 years ago

Amr khub favourite

$ 0.00
4 years ago

oh, amr o yummy

$ 0.00
4 years ago

রসোগুল্লা পছন্দ করে না কেউ নাই । আমার খুব পছন্দ এটা। যেকোন ধরনের বিয়ে ,গায়ে হলুদ , মিষ্টি ছাড়া কল্পনা করা যাই না , মিষ্টি খেতে যেমুন ভাল লাগে তেমনি খাওয়াতে ভালই লাগে ,ধন্যবাদ তুমাকে সকাল বেলা ঘুম থেকে উঠে রসগুলা পোস্ট পেশ করার জন্য।

$ 0.00
4 years ago

ও ধন্যবাদ। সবার পছন্দ আমার ও তাই।রেসিপি ও দেওয়া আছে বানিয়ে খেয়ে নিন পছন্দের খাবারটি😊😊

$ 0.00
4 years ago

অবশ্যই

$ 0.00
4 years ago

😋😋

$ 0.00
4 years ago