জীবনটা একটা অভিনয়ের

4 43
Avatar for NusratJahan
3 years ago

আমরা সবাই অভিনেতার কাতারের মানুষ। আমরা হই একেক জন অভিনেতা! আমাদের খুব সুন্দর করে গুছিয়ে অভিনয় করতে হয়। রঙ বেরঙ্গেরর অভিনয়!

জীবনটা একটা অভিনয়ের। সিনেমায় একটা শর্টকে কয়েকবার করে নিতে হয়। সিনেমার অভিনেতারা ভুল করে, সে ভুলের কোনো মাশুল নেই। মাঝেমাঝে জীবনের অভিনয়ে ভুল করা যায় না, ভুল করলে ভুগতে হয়, মাশুল দিতে হয়। জীবন নিয়ে প্রতিটা পদে দু'বার বেশি ভাবতে হয়। প্রতিটা পদে চিন্তাশীল হতে হয়। বাস্তবে অভিনয়কারীকে নিখুঁত হতে হয়, ভুল হলে হয়তো বিরাট মাশুল অপেক্ষা করে।

পৃথিবীতে মানুষেরা একেক জন একেক রকম ভাবে অভিনয় করে। দুঃখীরা অভিনয় করবে, সুখীরাও অভিনয় করবে ! মানুষ হাসতে হাসতে অভিনয় করে, কাঁদতে কাঁদতে অভিনয় করে; ভাবা যায়? কাঁদতে কাঁদতে অভিনয় করার মত ভয়ঙ্কর দৃশ্য !

দু'ধরনের অভিনেতা আমার কোনো কালেই পছন্দ না। যারা কেঁদে কেঁদে চোখের জল অযথা নষ্ট করে, আর যারা প্রচন্ড সুখে ডুবেও অভিনয় করে। এদের'কে সাংঘাতিক মানুষের কাতারে রাখলে আমার তেমন ভুল হবে না !

.

'আমি ভালো আছি!' বলা মানুষের সবাই ভালো না। তবে বলা যায় না, 'আমি খারাপ আছি!'

মানুষকে কষ্ট বুঝতে দেওয়া যায় না। মানুষকে আমাদের ভেতরটা বুঝতে দেওয়া যায় না।

প্রচন্ড মন খারাপের রাতে মুখ কেলিয়ে বলতে হয়, 'আমার কিছু হয়নি'

হতাশায় ডুবে থেকেও নিজেকে আশাশীল দেখাতে হয়।

ইচ্ছে না থাকা সত্তেও চোখের কাঁন্না মুছে বলতে হয়, 'চল নেমে পড়ি।'

খুব বেশি রাগ দেখিয়ে চলে যাওয়া মানুষটা আসলে রাগান্বিত ছিল না, ভেতরে সে ভালোবাসার কাঁন্নায় জর্জরিত ছিল; জাস্ট তোমাকে শুধরে নেওয়ার জন্য এমনটা করা।

মাঝেমাঝে বুকের মধ্যে তীব্র অনুভূতি ভরা ভালোবাসা নিয়েও বলতে হয়, 'আমি তোমাকে ভালোবাসি না।' কি অদ্ভুত! এমন মানুষও হয়! আহা!

সুখের সাগরে ডুবেও যারা অভিনয় করে, কাঁদতে কাঁদতে জল ভাসিয়ে দেয়; এদের নিয়ে আমার কোনো ভাবনা নেই। এ জগতে সেসব মানুষগুলো বেশি সাংঘাতিক! হাসতে হাসতে অভিনয় করা মানুষ গুলোর ভেতরে হাসি নেই, কিছু দুঃখীদের চোখ দেখে বুঝা যায়না সে আসলে দুঃখী মানুষ।

হাসতে হাসতে অভিনয় করা মানুষ গুলো কারো জীবন নষ্ট করার জন্য এমনটা করে সে ব্যাপারে আমার খুব একটা জানা নেই, বরং হাসতে হাসতে তারা অন্যকে ভালো রাখার অভিনয় করে, ভয়াবহ রকমের অভিনয় ! মজার ব্যাপার হচ্ছে, হেসে হেসে অন্যকে ভালোরাখার অভিনেতার হাসি দেখে মনে হবে কোনো উজ্জল ঘোর কালো অমবস্যা ভেসে উঠেছে একধরনের সুন্দর অফুলের মত নীলাকাশে.... এরা নিজের দুঃখ মেঘের পেছনে লুকিয়ে রাখে.... এরা চায় না কেউ তার অসুখের চেহারা দেখে অসুখী রকমের অভিনয় করুক ।

মাঝেমাঝে প্রিয় মানুষটাকে দূরে ঠেলে কষ্ট দিতে হয়, নিজের কষ্টের মাঝে জড়িয়ে তার কষ্ট বাড়ানো যায়না। তাকে কষ্ট দিতে হয়, হাসতে হাসতে বিদায় দিতে হয় প্রিয় মানুষটাকে, মাঝেমাঝে স্বার্থপর হতে হয়।

ভাল থাকার ভালো রাখার বিরাট অভিনয় হয় এই শহরে। কেউ ভালো না থেকে ভালো থাকার অভিনয় করে, আবার কেউ স্বার্থের আকাশে একাই ঘুড়ি উড়ানোর জন্য অভিনয় করে। কারো কারো আবার অভিনয় একদম পছন্দ না; তারা চুপ !

9
$ 0.00
Sponsors of NusratJahan
empty
empty
empty
Avatar for NusratJahan
3 years ago

Comments

হুম আমরা অভিনেতা।আমাদের এই অভিনয় গুলো থেকেই বাংলা সিনেমায় রুপ দেওয়া হয় তারপর আমরা বলি তুই সিনেমার মতো ভালো অভিনয় করতে পারিস,বাট সিনেমা গুলো কাকে দেখে তৈরি হয় সেটা ভাবেন।আর যতদিন বাচবো এই অভিনয় চালিয়ে যেতে হবে তাহলেই আপনি সফল।ধন্যবাদ এত ভালো পোস্ট শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

Thanks for your valuable feedback

$ 0.00
3 years ago

আসলেই আমাদের সবারই জীবনটাই অভিনয়ের। বেঁচে থাকতে গেলে অভিনয় করে যেতে হবে আমাদের। আপনি অনেক সুন্দর একটি আর্টিকেল আমাদের সাথে শেয়ার করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

আপনাকেও ধন্যবাদ

$ 0.00
3 years ago