যশোরে কৃষক-কৃষণী প্রশিক্ষণ
/
বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নায়ন প্রকল্পের আওতায় মাটি স্বাস্থ ব্যবস্থাপনায় জৈব সার উৎপদন এবং বসতবাড়িতে নিবিড় সবজি, মসলা ও ফল চাষ বিষয়ক (৩) দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ গতকাল শনিবার সকাল ৯ টায়, যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীর নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালায়ে অনুষ্ঠিত হয়। সামাজীক দূরত্ব বজায়রেখে উপসহকারি কৃষি কর্মকর্তা জহির রায়হানের সঞ্চলনে মুখ্য প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক,যশোর অঞ্চল -কৃষিবিদ মোঃসেলিম হোসেন
এ সসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা-কৃষিবিদ মোঃনুর উল্লাহ, যশোর সদরের ৩ ইউনিয়নের ৩০ জন কৃষক কৃষণী এ প্রশিক্ষণের আওতাভুক্ত করাহয়।
1
49
Written by
Nurbegum
Nurbegum
4 years ago
Your article is very marvelous. This job is very good. Keeping your writing style. You must be successful.