টমেটো বেগুন ভর্তা

6 12
Avatar for Nondini
3 years ago

উপকরণ :

বেগুন একটি (মাঝারি সাইজের )

টমেটো 2 টি

পেঁয়াজ কুচি 1টি

ধনেপাতা কুচি 1 টেবিল চামচ

সয়াবিন তেল 1 টেবিল চামচ

শুকনা মরিচ 4 টি

সরিষার তেল পরিমাণমতো

লবণ পরিমাণমতো

যেভাবে বানাতে হবে :

একটি ফ্রাইং প্যান এ সয়াবিন তেল দিয়ে বেগুন ও টমেটোর চারপাশ খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে।সিদ্ধ করার আগে বেগুন ও টমেটো 2 টি কে মাঝখান থেকে কেটে নিলে অতিরিক্ত পানি শুকিয়ে যাবে,তখন ভর্তাটি দেখতে সুন্দর হবে।

শুকনা মরিচ গুলো তেলে কে ভেজে নিতে হবে।

এখন বেগুন-টমেটো চামড়াগুলোকে তুলে মেখে ভর্তা করে নিতে হবে।একটি অন্য একটি প্লেটে সামান্য লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোমতো মেখে নিতে হবে।

সবশেষে ভর্তা করে রাখা টমেটো বেগুন মিশিয়ে সরিষার তেল দিয়ে আর একবার মেখে নিলেই হয়ে যাবে।

আপনার পছন্দের টমেটো ভর্তা।

7
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder

Comments

টমেটো বেগুন ভর্তা ভিন্নধর্মী খাবার, তবে এই খাবারটি খেতে বেশ সুস্বাদু৷ আমার অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে টমেটো বেগুন ভর্তা খেতে ভীষণ মজা লাগে।

$ 0.00
3 years ago

সব বর্তা আসলেই খেতে মজা। আপু ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য।

$ 0.00
3 years ago

টমটো ভরতা খুব প্রিয় খাবার।গরম গরম ভাতে সাথে ভরতা হলে আর কথা নেই।অসাধারণ একটি ভরতা রেসিপি দিলেন

$ 0.00
3 years ago

টমেটো ভর্তা আর বেগুন ভর্তা দুটি জিনিস ই অনেক পছন্দ আমার। দুটি পছন্দের ভর্তাকে একসাথে করলে তো আর কথাই নেই। ভলোই হলো রেসিপি টা দিলেন।

$ 0.00
User's avatar Apu
3 years ago

maje maje jokhon amra mach magso khata khata bor hoa jai tokhonkar jonno ai vorta gula best akta khabar jhub valo lage jal kore vorta khala

$ 0.00
3 years ago