মাদার তেরেসা

5 21
Avatar for Nondini
4 years ago

মাদার তেরেসার 1910 সালের 26 আগস্ট মেসিডোনিয়ার স্কোপজেতে জন্মগ্রহণ করেন।তার পিতা আলবেনিয়ার একজন নির্মাতা ছিলেন।তিনি তার পিতা-মাতার তৃতীয় সন্তান ছিলেন।তিনি স্বভাবত খুবই ভদ্র ও নম্র ছিলেন।তিনি নিজস্ব দেশ সহায়ক হতে চেয়েছিলেন। তিনি 18 বছর বয়সে আয়ারল্যান্ডের লেবুতে কুমারী মেরির সন্ন্যাসিনী বোনদের সম্প্রদায়ের যোগদান করেছিলেন।1928 সালে তিনি ভারত ভ্রমণ শুরু করেন। 1931 সালে তিনি কলকাতার এক বালিকা বিদ্যালয়ের শিক্ষকতা শুরু করেন।তিনি তার উদ্দেশ্য সফল করার জন্য 1952 সালে নির্মল হৃদয় স্থাপন করেন। 1953 সালে তিনি একটি এতিমখানা শুরু করেন।তখন তিনি ও তাঁর বদান্যতার মিশনারী কুষ্ঠ বেদী প্রস্তুতি নিয়ে কাজ করতে শুরু করেন।কিছু ধনী লোকদের বদান্যতা থেকে সংগৃহীত তহবিলের তিনি তার সকল কর্মসূচি চালিয়ে যান।তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি 1997 সালে নোবেল পুরস্কার লাভ করেন।997 সালের 5 ই সেপ্টেম্বর 87 বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিষয়ে মহীয়সী নারী হারায়।

6
$ 0.00

Comments

Onek onek dhonnobad apu Mother Teresa ke niye article likhar jonno. Amader itihash e Mother Teresa ekjon Mohioshi nari.

$ 0.00
4 years ago

মাদার তেরেসা মানব সেবা জন্য মরণ আগের ও কঠোর পরিশ্রম করে গেছেন। এই জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন।

$ 0.00
4 years ago

Ha unar somporka ne thaka onak kichui poracha akhane apnar post pore aro onak kichu janlam jotodur jani uni sikha protista korte cayacha

$ 0.00
4 years ago

মাদার তেরেসা তার সম্পূর্ণ জীবন অন্যের কল্যানে,সেবায় নিয়োজিত ছিলেন

$ 0.00
4 years ago

মাদার তেরেসার নাম অনেক শুনেছি। তিনি একজন পরোপকারী মহিলা ছিলেন। তাকে অনেক বেশি সম্মান করা দরকার।

$ 0.00
4 years ago