কম্পিউটার একটি বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কার।চার্লস ব্যাবেজ কম্পিউটারের প্রাথমিক ধারণা প্রদান করেন।তার ধারণার উপর ভিত্তি করে প্রথম সব স্বয়ংক্রিয় ইলেকট্রনিক কম্পিউটার 1946 সালে আবিষ্কৃত হয় এবং তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।এটা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিপুল উপায় গ্রহণ করে এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে খুব দ্রুত সিদ্ধান্ত প্রদান করে।কাজ ও কার্যকলাপ অনুসারে কম্পিউটার কে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে।এগুলো হচ্ছে এনালগ ডিজিটাল হাইব্রিড কম্পিউটার।আকার উপকারের দিক দিয়ে কম্পিউটারকে 4 শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে।এগুলো হচ্ছে সুপার কম্পিউটার মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার।মাইক্রো কম্পিউটার কে পিসি ও বলা হয়।কম্পিউটারের বিশেষ কতগুলো অংশ আছে।এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস সিপিইউ( সেন্ট্রাল প্রসেসিং ইউনিট )এবং আউটপুট ডিভাইস।যাহোক কম্পিউটার রোগব্যাধি চিত্র বিনোদন খেলাধুলা পরিবহন শিক্ষা ক্ষেত্রে আরও অনেক কিছুতে প্রভুত্ব প্রয়োজনীয়।এটাই মেইল ইন্টারনেট আবিষ্কারের এক বিরাট বিস্ময়ের সৃষ্টি করেছে বর্তমান জীবন কম্পিউটার ছাড়া চলতে পারে না।সত্যিকার ভাবে বলতে গেলে আমরা কম্পিউটার উপর নির্ভরশীল।
6
25
কম্পিউটার আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।