কম্পিউটার

6 20
Avatar for Nondini
3 years ago

কম্পিউটার একটি বিস্ময়কর বৈজ্ঞানিক আবিষ্কার।চার্লস ব্যাবেজ কম্পিউটারের প্রাথমিক ধারণা প্রদান করেন।তার ধারণার উপর ভিত্তি করে প্রথম সব স্বয়ংক্রিয় ইলেকট্রনিক কম্পিউটার 1946 সালে আবিষ্কৃত হয় এবং তাই তাকে কম্পিউটারের জনক বলা হয়।এটা এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিপুল উপায় গ্রহণ করে এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে খুব দ্রুত সিদ্ধান্ত প্রদান করে।কাজ ও কার্যকলাপ অনুসারে কম্পিউটার কে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে।এগুলো হচ্ছে এনালগ ডিজিটাল হাইব্রিড কম্পিউটার।আকার উপকারের দিক দিয়ে কম্পিউটারকে 4 শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে।এগুলো হচ্ছে সুপার কম্পিউটার মাইক্রো কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার।মাইক্রো কম্পিউটার কে পিসি ও বলা হয়।কম্পিউটারের বিশেষ কতগুলো অংশ আছে।এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস সিপিইউ( সেন্ট্রাল প্রসেসিং ইউনিট )এবং আউটপুট ডিভাইস।যাহোক কম্পিউটার রোগব্যাধি চিত্র বিনোদন খেলাধুলা পরিবহন শিক্ষা ক্ষেত্রে আরও অনেক কিছুতে প্রভুত্ব প্রয়োজনীয়।এটাই মেইল ইন্টারনেট আবিষ্কারের এক বিরাট বিস্ময়ের সৃষ্টি করেছে বর্তমান জীবন কম্পিউটার ছাড়া চলতে পারে না।সত্যিকার ভাবে বলতে গেলে আমরা কম্পিউটার উপর নির্ভরশীল।

8
$ 0.00

Comments

কম্পিউটার আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

$ 0.00
3 years ago

হে কম্পিউটার ব্যবহার করে এখন মানুষ নিজেদের উন্নয়ন ঘটাতে পারছে।অনেক সহজ করে দিয়েছে সাধারণত মানুষের কঠিন কাজগুলো কে। এখন খুব সহজেই নানা ধরনের সুবিধা ভোগ করছে মানুষ ঘরে বসে এই কম্পিউটার ব্যবহার করে।

$ 0.00
3 years ago

বর্তমানে কম্পিউটার হলো সব কিছুর চালিকা শক্তি

$ 0.00
3 years ago

আমাদের দৈনন্দিন জীবনে এখন আমরা কম্পিউটার এর উপর নীর্ভরশীল হয়ে পড়েছি।কম্পিউটার ছাড়া আমরা এখন আর কর্মক্ষেত্র কল্পনাই করতে পারিনা।

$ 0.00
3 years ago

চিকিৎসা,পরীক্ষাগার,বিনোদন,ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

$ 0.00
3 years ago

বর্তমানে কম্পিউটার শিক্ষা ব্যবস্থার একটি অংশ। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীর কম্পিউটার জানা দরকার। কম্পিউটারের মাধ্যমে কোন জটিল কাজ সহজেই করা সম্ভব।

$ 0.00
3 years ago