উপকরণ :
কাকরোল চার-পাঁচটি
মাঝারি মাপের পেঁয়াজ একটি
রসুন 2 কোয়া
কাঁচা মরিচ 7-8 টি
লবণ স্বাদমতো
সরিষার তেল 1 চামচ
ধনেপাতা 2 চামচ
গোলমরিচ গুঁড়া 1 চিমটি
যেভাবে বানাতে হবে :-
প্রথমে 4 -5 টি কাঁকরোলের উপরের অংশ হালকা ধুয়ে হালকা করে ছিলে নিন।এরপর টুকরা করে কেটে সিদ্ধ করে নিন।
পেঁয়াজ রসুন ধনেপাতা ও কাঁচামরিচ কুচি করে লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন।
কাঁকরোল সিদ্ধ হয়ে আসলে তা ভালোভাবে মেখে নিন।এবার কাকরোল এর সঙ্গে মাখানো উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে হালকা গোলমরিচ ছিটিয়ে দিন।
এবার ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁকরোলের ভর্তা।
কাকরোল এর ভর্তা খুব সুন্দর একটা রেসিপি। যদিও আমি কাকরোল কখনো খাইনি, তবে রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই লাগবে।