কাঁকরোলের ভর্তা

5 12
Avatar for Nondini
4 years ago

উপকরণ :

কাকরোল চার-পাঁচটি

মাঝারি মাপের পেঁয়াজ একটি

রসুন 2 কোয়া

কাঁচা মরিচ 7-8 টি

লবণ স্বাদমতো

সরিষার তেল 1 চামচ

ধনেপাতা 2 চামচ

গোলমরিচ গুঁড়া 1 চিমটি

যেভাবে বানাতে হবে :-

প্রথমে 4 -5 টি কাঁকরোলের উপরের অংশ হালকা ধুয়ে হালকা করে ছিলে নিন।এরপর টুকরা করে কেটে সিদ্ধ করে নিন।

পেঁয়াজ রসুন ধনেপাতা ও কাঁচামরিচ কুচি করে লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন।

কাঁকরোল সিদ্ধ হয়ে আসলে তা ভালোভাবে মেখে নিন।এবার কাকরোল এর সঙ্গে মাখানো উপাদান গুলো ভালোভাবে মিশিয়ে হালকা গোলমরিচ ছিটিয়ে দিন।

এবার ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন কাঁকরোলের ভর্তা।

7
$ 0.00
Avatar for Nondini
4 years ago

Comments

কাকরোল এর ভর্তা খুব সুন্দর একটা রেসিপি। যদিও আমি কাকরোল কখনো খাইনি, তবে রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালোই লাগবে।

$ 0.00
4 years ago

সব রকমের ভর্তাই অনেক মজার হয়। কাকরোল ভর্তাও একটি মজার খাবার। আশা করি আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।

$ 0.00
4 years ago

আনকমন ভর্তা।আশা করি খেতে ভালো লাগবে।

$ 0.00
4 years ago

কাকরোল ভাজি আমার প্রিয় খাবার সবসময় খেয়ে থাকি। তবে কাকরোল ভরতা কখনো খাওয়া হই নাই।আপনার রেসিপি দেখে এইবার বাড়িতে বানাব।

$ 0.00
4 years ago