একটি বই মেলায় আমার ভ্রমণ

8 22
Avatar for Nondini
4 years ago

আমি সেদিন একটি বইমেলা ভ্রমনে গিয়েছিলাম।মেলাটি জনপ্রিয় ভাবে একুশে বইমেলা হিসেবে পরিচিত। এটি ভাষা আন্দোলনের স্মৃতি উৎসব হিসেবে 1 লা বইয়ের দোকান যা গোলাকার ভাবে সারিবদ্ধ ছিল।সেখানে বিখ্যাত গ্রন্থাকারের লেখা বিভিন্ন ধরনের বই ছিল।সকল শীর্ষস্থানীয় প্রশাসকগণ বই মেলায় অংশগ্রহণ করেছিল।বাংলা একাডেমী ইসলামিক ফাউন্ডেশন উপাদানগুলো ছিল উল্লেখযোগ্য।শিক্ষা মন্ত্রী বিশেষ আগ্রহের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন।আমার ছোট ভাই বোন আমার সাথে ছিল।আমরা দোকানগুলো ঘুরে দেখলাম এবং সুপরিচিত বই কিনলাম।বই মেলায় স্বাস্থ্যকর্মীরা ব্যবস্থা ছিল প্রশংসনীয়।আমি সেখানে কয়েকজন মহান ব্যক্তিত্বের সাথে সাক্ষাত করেছিলাম।আমি তাদের ফটোগ্রাফি নিলাম।এর উপরে মেলার প্রয়োজনীয়তা অনেক। এটি জনগণের মাঝে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করে এবং তাদের মাঝে বইয়ের প্রতি আকর্ষণ শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।

13
$ 0.00

Comments

খুব উপকারী একটা বিষয় বেছে নিয়েছেন আপ্পি আর্টিকেল এর জন্য। আর্টিকেল টা পরে খুব ভালো লাগলো

$ 0.00
4 years ago

খুব সুন্দর অভিজ্ঞতা।প্রত্যেকেরই বইমেলায় একবার হলেও যাওয়া দরকার।

$ 0.00
4 years ago

you article so important for everyone. i love yours article. i hope you will better article next time

$ 0.00
4 years ago

খুবই সুন্দর একটা আর্টিকেল। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটা আর্টিকেল লেখার জন্য। বই মেলা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

$ 0.00
4 years ago

বইমেলা আসলে আমার কাছে জ্ঞানের মেলা মনে হয়। আরে মেলায় ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর বিষয় শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

বইমেলায় এমন একটি স্থান যেখানে আমরা বিভিন্ন ধরনের বই দেখতে পাই এবং সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনমতো বই ক্রয় করতে পারি। এছাড়াও সেখানে অনেক কিছু জানার ও শেখার মাধ্যম আছে।

$ 0.00
4 years ago

Bookfair is very amazing place. It is connected to our culture. It made our life happy and blessful.

$ 0.00
4 years ago

বই মেলায় যেতে আমার খুবই ভালো লাগে। সেখানে অনেক নতুন নতুন বই খুঁজে পাওয়া যায়, নতুন নতুন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করা যায়।

$ 0.00
4 years ago