আমি সেদিন একটি বইমেলা ভ্রমনে গিয়েছিলাম।মেলাটি জনপ্রিয় ভাবে একুশে বইমেলা হিসেবে পরিচিত। এটি ভাষা আন্দোলনের স্মৃতি উৎসব হিসেবে 1 লা বইয়ের দোকান যা গোলাকার ভাবে সারিবদ্ধ ছিল।সেখানে বিখ্যাত গ্রন্থাকারের লেখা বিভিন্ন ধরনের বই ছিল।সকল শীর্ষস্থানীয় প্রশাসকগণ বই মেলায় অংশগ্রহণ করেছিল।বাংলা একাডেমী ইসলামিক ফাউন্ডেশন উপাদানগুলো ছিল উল্লেখযোগ্য।শিক্ষা মন্ত্রী বিশেষ আগ্রহের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন।আমার ছোট ভাই বোন আমার সাথে ছিল।আমরা দোকানগুলো ঘুরে দেখলাম এবং সুপরিচিত বই কিনলাম।বই মেলায় স্বাস্থ্যকর্মীরা ব্যবস্থা ছিল প্রশংসনীয়।আমি সেখানে কয়েকজন মহান ব্যক্তিত্বের সাথে সাক্ষাত করেছিলাম।আমি তাদের ফটোগ্রাফি নিলাম।এর উপরে মেলার প্রয়োজনীয়তা অনেক। এটি জনগণের মাঝে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করে এবং তাদের মাঝে বইয়ের প্রতি আকর্ষণ শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।
খুব উপকারী একটা বিষয় বেছে নিয়েছেন আপ্পি আর্টিকেল এর জন্য। আর্টিকেল টা পরে খুব ভালো লাগলো