বেগম রোকেয়া

6 22
Avatar for Nondini
4 years ago

বেগম রোকেয়া অবিভক্ত বাংলার একজন বিখ্যাত মহিলা ছিলেন।তিনি 1880 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন।তার বাবা একজন শিক্ষিত জমিদার ছিলেন। তার উঠতি বয়সে আমাদের মুসলিম সমাজে নিষিদ্ধ শিক্ষা মহিলাদের জন্য নিষিদ্ধ ছিল।তারা শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে আরবি এবং ফারসি ভাষার শিখত।তাই বেগম রোকেয়া কোন স্কুল এবং কলেজ থেকে রীতিসিদ্ধ শিক্ষা পাননি।তিনি বাংলা এবং ইংরেজী তার বড় ভাইয়ের কাছ থেকে শিখে ছিলেন।এভাবে বেগম রোকেয়া আমাদের মুসলিম সমাজের ভুল দৃষ্টিভঙ্গি ভাঙ্গেন। রোকেয়া 1896 সালে বিয়ে করেন।তার স্বামী একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।তিনি রকেয়ার প্রতি খুবই সহযোগী ছিলেন।এই বিখ্যাত মহিলা বিশ্বাস করতেন যে পুরুষ এবং মহিলা ও উভয়েরই সমান অধিকার থাকা উচিত। তিনি নারীশিক্ষার গুরুত্ব অনুভব করতেন। তিনি মহিলাদের শিক্ষিত হতে উৎসাহিত করতেন। এই বিখ্যাত মহিলার 1932 সালে মারা যান।

7
$ 0.00

Comments

onak sundor akta artical likhachan sotti begom rokeya amadar moto mayadar jonno onak kichu korechan amadar odikarar jonno lorai kore chan ai somajar satha.

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্ট করার জন্য।

$ 0.00
4 years ago

Wlc appi

$ 0.00
4 years ago

বেগম রোকেয়া আমাদের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমাদের সমাজে তার ভূমিকা অনস্বীকার্য।

$ 0.00
4 years ago

নারী সমাজ কে এগিয়ে আনার জন্য বিরাট অবদান রেখেছেন। এক মহীয়সী নারী। যার অবদান অনেক।

$ 0.00
4 years ago

বেগম রোকিয়া আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। বেগম রোকেয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নারীদের জন্য তিনি অনেক কিছু করে গেছেন।

$ 0.00
4 years ago