জাতীয় পতাকা একটি জাতি স্বাধীনতার প্রতীক।আমাদের জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক।আমাদের জাতীয় পতাকা দেখতে খুবই সুন্দর।একটি আকারে আয়তাকার।দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5ঃ3। একটা সবুজ আর লাল রঙের কাপড়ের তৈরি।আমাদের জাতীয় পতাকার পটভূমি গাঢ় সবুজ।মধ্যভাগ একটি লাল বৃত্ত আছে।আমাদের জাতীয় পতাকা গভীর অর্থ বহন করে।সবুজ রং বাংলাদেশের সবুজ খেত খামার কে ।
আমরা রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম।অনেক লোক আমাদের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন।কাজেই পতাকার মধ্যভাগে লাল রং শহিদের রক্তের প্রতীক।এটা আমাদের তেগের স্মৃতি বহন করে।আমাদের স্বাধীনতার প্রতীক হিসেবে আমরা আমাদের জাতীয় পতাকাকে বিবেচনা করি।আমরা এই নিয়ে গর্বিত। যখন আমরা এর দিকে তাকাই তখন আমাদের হৃদয় দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা ভরে উঠে।আমারা আমাদের জাতীয় কর্তব্য যথাযথভাবে সম্পাদন করে দেশের সম্মান রক্ষা করতে পারি। এটা আমাদের কাছে জীবনের চেয়েও অধিকতর প্রিয়।
জাতীয় পতাকা একটি দেশের প্রতীক। জাতীয় পতাকা আমাদের সম্মান। আমাদের জাতীয় পতাকা অর্জন করতে লাখো শহীদের তাজা প্রাণ উৎসর্গ করতে হয়েছে।