চকলেট সুইস রোল রেসিপি

10 16
Avatar for Nondini
4 years ago

উপকরণ - ডিম 4 টা

চিনি 1/3 কাপ + 2 চামচ

ময়দা দেড় কাপ

কোকোয়া পাউডার 1 চামচ

বেকিং পাউডার 1 চামচ

বেকিং সোডা এক চিমটি

তরল দুধ 60 মিলিলিটার

ক্যানোলা সানফ্লাওয়ার অয়েল 40 মিলি লিটার

ভ্যানিলা এসেন্স 1 চামচ

লবণ পরিমাণমতো

অন্যান্য উপাদান

কেক বানানোর ট্রে লাগবে সাড়ে 13 ইঞ্চি বাই সাড়ে 9 ইঞ্চি (13.5 "/ 9.5) -1 টি

ননস্টিক পেপার / ওয়াক্স পেপার -প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালী :-

step 1 : কাজ শুরুর প্রথমে ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করতে দিন।

step 2: তারপর কেক বানানো ট্রেতে তেল ব্রাশ করে ননস্টিক পেপার বিছিয়ে দিন।

step3 : তারপর ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিন।তারপর ডিমের সাদা অংশ স্পিডে এক মিনিট বিট করে একটু সাদা ভাব হলে দেড় কাপ চিনি তিনবার একটু করে দিয়ে হাই স্পিডে বিট করুন যেন চিনি মিশিয়ে গিয়ে ডিমের সাদা অংশ যাতে ফোমের মত হয়।

বিট করতে করতে যখনই দেখবেন বাটি উল্টাতে আর ডিমের সাদা অংশ ফোম হয়ে বাটি থেকে পড়ে যাচ্ছে না তখনই বিট করা বন্ধ করুন।ওভার বিট করবেন না এতে বিট শক্ত আর ড্রাই হয়ে যায়।

step 4: এবার কুসুমের সাথে বাকি চিনি দিয়ে হাই স্পিডে বিট করুন যতক্ষণ না কুসুম কালার চেঞ্জ করে ক্রিমের মতো হয়ে যায়।

step 5: কুসুম ক্রিমের মতো হলে দুধ আর চিনি দিয়ে বিট করে মিশিয়ে নিন।

step 6: তারপর একটা ছাকনিতে ময়দা কোকোয়া পাউডার বেকিং পাউডার বেকিং সোডা লবণ নিয়ে ছেকে কুসুমের মিশ্রণে অল্প অল্প করে দিয়ে লো স্পিডে মিশিয়ে নিন।

step 7: সব ভালোভাবে মিশে গেলে এবার স্প্যাচুলা / হুইচ দিয়ে ডিমের সাদা অংশ তিন ভাগে তিনবারে কুসুম ময়দার মিশ্রণের সাথে মিশিয়ে নিন।খুব বেশি জুরেজুরে নেড়ে মেশাবেন না।আলতো হাতে ফোল্ড করে করে মিশাবেন।

step8: এবার ট্রেতে ডেলে দিন বাটার এবং স্প্যাটুলা সমান করে দিন।তারপর ট্রে ধরে দুই-তিনবার ট্যাপ করুন ব্যাটার বাতাস থাকলে বের হয়ে যাবে।

step 9: এতে ওভেনে নীচ থেকে দুই নাম্বার তাকে ট্রে রেখে 160 ডিগ্রি সেলসিয়াস বা 320 ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা 8/10 মিনিট ব্যাক করতে দিন।

step 10 : 7/9 মিনিট হলে চেক করে দেখুন টুথপিক দিয়ে।যদি টুথপিক লিংক বের হয় তাহলে কেক হয়ে গেছে।আর যদি টুথপিকে বাটার লেগে আসে তাহলে আরেকটু ব্যাক করুন।কিন্তু 10 মিনিটের বেশি না।

step 11:- এবার কেক বের করে নিন।

step12: আর একটুকরো ননস্টিক পেপার বিছিয়ে তার উপরে কোকোয়া পাউডার ছিটিয়ে দিন।আর এই কোকোয়ার ছিটানো কাগজের উপর কেক উপর করে রেখে দিন এবং কেক লাগানো কাগজটি উঠিয়ে ফেলুন।

step13: এবার নিচে বিছানো কাগজ সহ কে রোল করে নিন এবং তারপর ঠাণ্ডা হতে দিন।

step 14 : সম্পূর্ণ ঠান্ডা হলে আপনার পছন্দমত ক্রিম লাগিয়ে তারপর আবার রোল করে নিন।

step 15 : তারপর কেক 1 ঘন্টা ফ্রিজে রেখে দিন তারপর পিস করুন আর পরিবেশন করুন মজাদার চকলেট সুইস রোল।

10
$ 0.00
Avatar for Nondini
4 years ago

Comments

আপু আপনার রেসিপি টা অনেক ভালো লাগলো। আমি আপনার রেসিপি দেখে বানাবো ইনশাআল্লাহ।

$ 0.00
4 years ago

চকোলেট তো আমরা এমনিতেই খেতে পছন্দ করি।আর রোল তো আরো ভালোলাগবেই।

$ 0.00
4 years ago

সো ইয়াম্মি। চকলেট সুইস রোল আমার খুব পছন্দের একটা খাবার। কিন্তু আমি সবসময় বাইরে থেকে কিনে এনে খেয়েছি, বাসায় বানানো হয়নি কখনো।

$ 0.00
4 years ago

চকলেট এ অনেক রকমের রেসিপি খাবার খেলাম তবে সুইস রোল রেসিপি কখনো খাওয়া হই নাই।আপনার রেসিপি দেখে মনে হয় একটি মজা খাবার হবে সেটা।

$ 0.00
4 years ago

বাঙ্গালী রেসিপির আর্টিকেল গুলো পড়তে পড়তে নিজেই রান্না শিখে ফেলছি। খুব গোছালো ভাবে উপস্থাপন করা।।।

$ 0.00
4 years ago

Notun ekta recipe. Nije try kre dkhbo.Nicely described and thanks for sharing

$ 0.00
4 years ago

চকলেট খেতে সবাই খুব পছন্দ করে বিশেষ করে মেয়েরা চকলেট খেতে বেশি পছন্দ করে। রেসিপি আশা করি খুব একটা কঠিন না আবার সহজ না। খেয়ে দেখুন ভালো লাগবে।

$ 0.00
4 years ago

সবকিছুই একটু অন্যরকম হলে সবাই সেটা খেতে স্বাচ্ছন্দ্যবোধ করে।তাই এই ধরনের রেসিপি আশা করি পরবর্তীতে আরো আমাদের মাঝে তুলে ধরবেন এবং এই ছবিটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

$ 0.00
4 years ago

রোল কম বেশি সবারই খুব পছন্দের এবং প্রিয় খাবার। আমি প্রায়ই রোল খেয়ে থাকি। চকলেট সুইট রোল কখনো খাওয়া হয়নি। আজই আমি এটি বাসায় বানানোর চেষ্টা করব।

$ 0.00
4 years ago

আপনার এই চকলেট সুইস রোল রেসিপিটা দেখে আমি বাড়ি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে রেসিপিটা অনেক সুন্দর ছিল।

$ 0.00
4 years ago

এতো মজার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। চকলেট সুইস রোল বেশ সুস্বাদু একটা খাবার। কিছুদিন এর ভেতর এই রেসিপিটি বাসায় ট্রাই করবো ইনশাআল্লাহ।

$ 0.00
4 years ago

চকলেট হলো আমার সবচেয়ে প্রিয় খাবার গুলির মাঝে একটি ,, আমি কোথাও গেলে সেখানে চকলেট চিনি ,,, আমি চকলেট অনে ভালোবাসি আমার কাছে ভালোবাসার আরেক নাম চকোলেট

$ 0.00
4 years ago

চকলেট সুইস রোল এটা অসাধারণ একটি মজার রেসিপি। ধন্যবাদ আপনাকে এই সুন্দর রেসিপি দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

চকলেট সুইস রোল বেশিরভাগ মানুষ দোকান থেকে কিনে এনে খায় সচরাচর। কিন্তু এতো সুন্দরভাবে যে বাসায় বসেই বানিয়ে ফেলা যায় প্রিয় খাবারটি এটা হয়তো অনেকেরই অজানা।

$ 0.00
4 years ago

ছোটবেলা থেকে আমি চকলেট অনেক পছন্দ করি। আজকে সেই চকলেট নিয়ে একটা নতুন রেসিপি জানলাম আপনার পোস্ট থেকে। অনেক ভালো লাগলো।

$ 0.00
4 years ago

চকলেট আমার খুব পছন্দের।। আজকে সেই চকলেট নিয়ে একটা নতুন রেসিপি জানলাম আপনার পোস্ট থেকে। আমি ঘরে বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।।

$ 0.00
4 years ago

This food recipe is very beautiful and delicious to eat. I can never eat this food. My mom also try to make it.

$ 0.00
4 years ago

চকলেট খুব পছন্দের একটি খাবার। অনেক সময় মন চায় বিভিন্ন রকমের চকলেট খাই।

$ 0.00
4 years ago

চকলেটের এই নতুন রেসিপির জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর্টিকেলটি খুব সুন্দর হয়েছে।

$ 0.00
4 years ago

সুন্দর হয়েছে রেসিপি উপস্থাপন টা। অনেক শিখার মতো আছে। ধন্যবাদ এইরকম সুন্দর রেসিপি শেয়ার করার জন্য

$ 0.00
4 years ago