যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্য নেই।

3 50
Avatar for Noman36987
4 years ago

যেখানে পরিশ্রম নেই,

সেখানে সাফল্য নেই।

সাফল্যের মূলমন্ত্র হল আমরা যা ভয় পাই তার ওপর নয়,

বরং আমরা যা চাই তার ওপর আমাদের মন কেন্দ্রীভূত করা।সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়।

পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না; তুমি যা করতে ভালোবাসো,

সেটাই করতে থাক। সাফল্য নিজেই ধরা দেবে।সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়।

সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে।

অনেককে জোর করে সফল বানানো হয়।

কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় – সেই প্রকৃত সাফল্য অর্জন করে।যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয়,

তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না।সাফল্যের পেছনে গোপন কোনো রহস্য নেই।

এটা কেবল প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের সম্মিলিত ফলাফল।সাফল্যের পেছনে গোপন কোনো রহস্য নেই।

এটা কেবল প্রস্তুতি, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণের সম্মিলিত ফলাফল।সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে, ততক্ষণ কাজ করে।

আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয়, ততক্ষণ কাজ বন্ধ করে

5
$ 0.00

Comments

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সফল হতে হলে আমাদের অনেক বাধা আসবে।বাবাকে মোকাবেলা করে আমাদের সামনের পথগুলো চলতে হবে। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। খুব ভালো একটি শিক্ষামূলক পোস্ট। এরকম আরো শিক্ষামূলক পোস্ট পোস্ট করা অনুরোধ রইল।আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি শিক্ষামুলক পোস্ট শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

সহমত,পরিশ্রম হলো সফলতার চাবিকাঠি, আমার যতোবেশি পরিশ্রম করবো ততটা সফলতা অর্জন করতে পারবো,পরিশ্রম না করলে সফলতা ধারে কাছে যেতে পারবো না আমরা। তাই আমাদের পরিশ্রমী হতে অনেক বেশি।

$ 0.00
4 years ago