রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে

5 124
Avatar for Noman36987
4 years ago

রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে

জীবনের চলার পথে আসে অনেক বাধা-বিপত্তি। সেসব বাধাকে অতিক্রম করেই সামনের দিকে এগিয়ে যেতে হয়। নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে বন্ধুর পথ ডিঙিয়ে সফলতার পানে এগিয়ে যাওয়াই জীবনের লক্ষ্য। অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে সকল বাধা, ভয়কে অতিক্রম করেই করতে হয় সুখের সন্ধান। বিশ্বসংসারে সকল কিছু একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। প্রাকৃতিক এই নিয়মে দিনের শেষে রাত, রাতের শেষে দিন আসে।

ঠিক তেমনি জীবন চলার পথে দুঃখ-বেদনা আসে। কিন্তু সুখের আগমনে জীবন আবার সজীব হয়ে ওঠে। পৃথিবী বিপরীতমুখী বস্তুর খেলায় প্রতিনিয়ত আবর্তিত। আলো-আঁধার, দিন-রাত, সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালো-মন্দ ইত্যাদি বিপরীতমুখী অনুষঙ্গ একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত। প্রকৃতির এই বন্ধন পৃথিবীকে দিয়েছে টিকে থাকার মন্ত্রণা। একটির অর্বতমানে অপরটির অবস্থান স্পষ্ট হয়। পার্থিব জীবনেও এই সাদৃশ্য লক্ষণীয়। সফলতা-ব্যর্থতা, উত্থান-পতন, সুখ-দুঃখ পর্যায়ক্রমে জীবনে আসে।

আজ যারা সুখে জীবন-যাপন করছেন তাদের সুখ এসেছে নানা চড়াই-উতরাই পার হয়ে। এ জগতে কোনো কিছুই স্থায়ী হয় না। নিরবচ্ছিন্ন সুখ কিংবা নিরবচ্ছিন্ন দুঃখ সাধারণত পৃথিবীর কোথাও দেখা যায় না। তাদের পালাবদল ঘটে রাত-দিনের মতোই। রাত যদি দুঃখের প্রতীক হয় তাহলে সুখের প্রতীক হলো দিন। রাতের পর যেমন দিন আসে তেমনি দুঃখের পর আসে সুখ। তবে সুখের সন্ধান পেতে হলে দুঃখকে জয় করতে জানতে হয়। দুঃখ জীবনকে, হতাশাগ্রস্ত করে তোলে। চলার পথে বিপর্যয় সৃষ্টি করে।

পরিশ্রম ও মেধা দিয়ে উদ্যমতার সঙ্গে এসব বাধাকে অতিক্রম করে সুখকে ছিনিয়ে আনতে হয়। দুঃখের অন্ধকার যতই গভীর হোক ধৈর্য, সহিষ্ণুতার মাধ্যমে তা জয় করা সম্ভব।

শিক্ষা: দুঃখ দেখে, পরাজয়কে দেখে ভয় পেলে চলবে না। মেধা-মননের সমন্বয়ে সাহসী উদ্যোগে জীবন-চলার পথকে মসৃণ করতে হবে। মনে রাখতে হবে দুঃখের পরেই সুখ আর আনন্দ জীবনকে ছুঁয়ে যাবে।

5
$ 0.00

Comments

Wow amazing article. I really like your post . Thank you so much for this post.

$ 0.00
4 years ago

অসাধারণ কথা বলেছেন। জীবনে সকল বাধা পেরিয়ে দুঃখ কষ্টকে ভুলে।আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি। তাহলে আমাদের জীবনে ভোরের আলো অতি নিকটে।অন্ধকারে ঢেকে যাওয়া রাতটাও ভোরের আলোয় আলোকিত হবে।ধন‍্যবাদ।

$ 0.00
4 years ago

From this educational article it is understood that light comes after darkness.

$ 0.00
4 years ago

দিনের পরে যেমন রাত আসে। তেমনি রাতের পরে দিন আসে। তেমনি আমাদের জীবনে অনেক বাধা আসবে। সে বাধা গুলো লড়াই করে আমাদের সফলতা অর্জন করতে হবে। তাহলে একটা মানুষ সফলতা অর্জন করতে পারে। সত্যি অসাধারণ একটি পোস্ট। এরকম শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

$ 0.00
4 years ago

সফলতা অর্জন করতে চাইলে, জীবনে অনেক দুঃখ কষ্ট- সহ্য করতে হবে, যতোবেশি দুঃখ পাবে ততটা বেশি সফলতা অর্জন করতে পারবে। প্ররিশ্রম সৌভাগ্যের প্রসূতি। সফলতা লাভের জন্য পরিশ্রমের কোন বিকল্প নাই।

$ 0.00
4 years ago