সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত।
সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান।
তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না।যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে,
তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।অন্যের সাফল্যের বদলে,
অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো।
বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়।
অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া।সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।
যেকোনো জিনিসেই আত্মবিশ্বাস টা খুবই প্রয়োজন। জিবনে সফলতা অর্জনের জন্য অবশ্যই আত্মবিশ্বাস প্রয়োজন। আত্মবিশ্বাস ছাড়া কিছুই হয় না।জেদ করলেই জিবনে সফল হওয়া যায় । যে জেদ করবে সেই জিবনে অনেক মূল্যবান কিছু পাবে । সুন্দর সুন্দর মুহুর্ত গুলো নষ্ট হয়ে যায় একটা জেদ এর কারণে। খুবই খারাপ একটা জিনিস। আর রইলো সমলোচনা এটা অনেক বড় একটা পাওয়া। জিবনকে অনেক দূর নিয়ে যায়। মানুষ সমালোচনা র মাধ্যমে ভুলগুলো ভালো ভাবে বুঝিয়ে দেয়। তারা জানে না যে তাদের কথার জন্য তার কতোটা উপকার হলো। জিবনে জেদ ছাড়া কিছুই পাওয়া যায় না। জেদ মানেই আশা। যে জেদ করবে সে ১০০% নিশ্চিত তার সফলতা আসবেই।।। ধন্যবাদ আপনাকে জিবনে সফলতা আনার জন্য খুব মূল্যবান দুটি কথা উপহার দেওয়ার জন্য। কথাদটো খুবই মুল্যবান ছিলো আমার জন্য।।।। মন থেকে অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।।।।