জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জেদ আর আত্মবিশ্বাস।

8 23
Avatar for Noman36987
3 years ago

সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত।

সফল মানুষেরা সব সময়ে কাজ করে যান।

তাঁরা ভুল করেন, কিন্তু কখনও সেই কারণে থেমে যান না।যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে,

তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।অন্যের সাফল্যের বদলে,

অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো।

বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয়।

অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে।আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া।সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো। সাফল্য এমনিই আসবে।

10
$ 0.00

Comments

যেকোনো জিনিসেই আত্মবিশ্বাস টা খুবই প্রয়োজন। জিবনে সফলতা অর্জনের জন্য অবশ্যই আত্মবিশ্বাস প্রয়োজন। আত্মবিশ্বাস ছাড়া কিছুই হয় না।জেদ করলেই জিবনে সফল হওয়া যায় । যে জেদ করবে সেই জিবনে অনেক মূল্যবান কিছু পাবে । সুন্দর সুন্দর মুহুর্ত গুলো নষ্ট হয়ে যায় একটা জেদ এর কারণে। খুবই খারাপ একটা জিনিস। আর রইলো সমলোচনা এটা অনেক বড় একটা পাওয়া। জিবনকে অনেক দূর নিয়ে যায়। মানুষ সমালোচনা র মাধ্যমে ভুলগুলো ভালো ভাবে বুঝিয়ে দেয়। তারা জানে না যে তাদের কথার জন্য তার কতোটা উপকার হলো। জিবনে জেদ ছাড়া কিছুই পাওয়া যায় না। জেদ মানেই আশা। যে জেদ করবে সে ১০০% নিশ্চিত তার সফলতা আসবেই।।। ধন্যবাদ আপনাকে জিবনে সফলতা আনার জন্য খুব মূল্যবান দুটি কথা উপহার দেওয়ার জন্য। কথাদটো খুবই মুল্যবান ছিলো আমার জন্য।।।। মন থেকে অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।।।।

$ 0.00
3 years ago

সহমত, আত্নবিশ্বাস আর জেদ জীবনকে সফলতার উচ্চ আসনে নিয়ে বসায়,জীবনে চলার পথে অনেক বাঁধা অতিক্রম করতে হয়,অনেক সমালোচনা পড়তে হয়,যতো বিপদ যতো কষ্ট- হোক আত্নবিশ্বাস থাকলে কেউ আটকায় রাখতে পারবেনা। আর নিজ লক্ষে পৌঁছানোেে জন্য কঠোর প্ররিশ্রম ও জেদ থাকাটা খুবই দরকার। হেরে গিয়ে পিঁছু হটলে সফল হওয়া যাবেনা,বরং হেরেও জেদ করে বারবার চেষ্টা করার মধ্যে সফলতা অর্জিত হয়।

$ 0.00
3 years ago

আলোচনা থেকে সমালোচনার সৃষ্টি।সফল হতে হলে আমাদের অনেক বাধা আসবে সে বাধা অতিক্রম করে আমাদের চলতে হবে তাহলে আমারও জীবনে সফলতা অর্জন করতে পারব। যে ব্যক্তি যত সফল তার জীবনে যত বাধা এসেছে। সে বাধা অতিক্রম করে সফল হয়েছে।

সত্যি অসাধারণ একটি পোষ্ট শিক্ষা মূলক একটি পোস্ট।এরকম আরো শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

$ 0.00
3 years ago

অনেক সুন্দর হয়েছে আপনার লিখা আপনার লেখা সমপযোগী তবে আপনার জন্য রহিল শুভ কামনা এগিয়ে যান

$ 0.00
3 years ago

ধন্যবাদ ভাই, আপনার কথা গুলো শুনে খুবই ভালো লাগলো। কারন আপনার কথার সাথে আমার অনেক মিল রয়েছে। আমিও যা যা করতে চাই সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে চেষ্টা করি। এতে সফল হওয়ার চেষ্টা সাথে সাথে দক্ষ হওয়ার চেষ্টা করি। তাই আমার সাফল্য এমনিই আসে।

$ 0.00
3 years ago

অন‍্য কে নিয়ে সমালোচনা করলে।এমনে এমনে সাফল্যের আসবে না।আমরা যদি অন্যের খারাপ সমালোচনাটা ধরে নিতে পারিএবং অন্যের মাঝে খারাপ ব্যবহার খারাপ খারাপ দিকটা কে নিয়ে আলোচনা করি।তাহলে নিজের ভুল গুলো সমাধান করে নিজের সফলতা বৃদ্ধি পাবে।

$ 0.00
3 years ago