আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি শেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
একসাথে খেলি আর পাঠশালায় যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জলভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে,
পাখি ডাকে ফুলকি নানা ফুল ফোটে।
ছোট বেলায় কতো মজা ছিলো। অনেক মজা করে এই কবিতাগুলো পড়তাম। এখন না আছে এই মজার কবিতা না আছে সেই মজা। ছোট বেলার সাথে কোনো কিছুর তুলনা হয় না। অনেক জোরে জোরে চিৎকার করে কবিতা পড়তাম। অনেক অনুভব করি সেই দিনগুলো। গ্রাম এর সাথে ও কোনো কিছুর তুলনা হয় না। খোলা আকাশের খোলা মাঠ।।। খুব ভালো লাগে।।। ধন্যবাদ আপনাকে এই কবিতাটি পোষ্ট করার জন্য এবং পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।।