আমাদের গ্রাম

6 18
Avatar for Noman36987
4 years ago

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,

থাকি শেথা সবে মিলে নাহি কেহ পর।

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,

একসাথে খেলি আর পাঠশালায় যাই।

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,

আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।

মাঠ ভরা ধান তার জলভরা দিঘি,

চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।

আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, যেন,

মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।

সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে,

পাখি ডাকে ফুলকি নানা ফুল ফোটে।

7
$ 0.00

Comments

ছোট বেলায় কতো মজা ছিলো। অনেক মজা করে এই কবিতাগুলো পড়তাম। এখন না আছে এই মজার কবিতা না আছে সেই মজা। ছোট বেলার সাথে কোনো কিছুর তুলনা হয় না। অনেক জোরে জোরে চিৎকার করে কবিতা পড়তাম। অনেক অনুভব করি সেই দিনগুলো। গ্রাম এর সাথে ও কোনো কিছুর তুলনা হয় না। খোলা আকাশের খোলা মাঠ।।। খুব ভালো লাগে।।। ধন্যবাদ আপনাকে এই কবিতাটি পোষ্ট করার জন্য এবং পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।।

$ 0.00
4 years ago

Thank you so much

$ 0.00
4 years ago

ছোট্ট বেলার কথা মনে পড়ে গেলো।তখন গ্রামের সৌন্দর্য কি বুঝতাম শুধু বইয়ের পাতা সবুজ গেরা প্রকৃতিক সৌন্দর্য দেখতাম।আমার দেশের গ্রাম বাংলা অনেক সুন্দর।ধন‍্যবাদ এত সুন্দর করে আমাদের কে দেখানোর জন‍্য।

$ 0.00
4 years ago

অসম্ভব সুন্দর। গ্রামের সৌন্দর্য গ্রামের প্রকৃতি অপূর্ব ।

$ 0.00
4 years ago

গ্রামের প্রাকৃতির সৌন্দর্য, ছোট ছোট ঘর,পাড়ার ছোট ছোট শিশুরা দল বেঁধে খেলা করার দৃশ্য। আম-জাম গাছ ভরা ফল,শিশুদের কাঁদে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া,, সব দৃশ্য যেন অসাধারণ, গ্রামের সে মায়া ভরা দৃশ্য গুলো শহরের পরিবেশে পাওয়া যাইনা।

$ 0.00
4 years ago