Mission Residency 2021

0 15
Avatar for Nly09
Written by
3 years ago

ইন্সটিটিউট চয়েসের উপর কয়েকটি কথা..!

সবাই জেনে গেছেন এবার রেসিডেন্সি পরীক্ষা নভেম্বরে না হয়ে ডিসেম্বরে হতে যাচ্ছে এবং আজকে তার সার্কুলার দেয়া হয়েছে।

রেসিডেন্সিতে আমাদের মেডিকেলের রেজাল্ট প্রতি বছর আশানুরূপ হয়..!!

আমরা এখানে ৩ বিভাগে পরীক্ষা দিয়ে থাকি ব্যাসিক, সার্জারী এবং মেডিসিন ফ্যাকাল্টি।

তো আমরা অনেকেই অনেক রকম অংক মিলানোর চেস্টা করি ইন্সটিটিউট চয়েস দেয়ার ক্ষেত্রে যেটা অনেক সময় পড়ার উপর বিশাল প্রভাব ফেলে দেয় এই চিন্তাটা (আমার হয়েছিল)

আজকে শর্টকাটে কিছু কথা বলব যেটা আমি নিজেও যখন চয়েস দিসিলাম এসব কথা জানতাম না বা বুঝি নাই।

চেস্টা করবেন আপনার সিলেক্টেড সাব্জেক্টে এখন কোন সিনিয়র ভাই বা আপু কোর্সে আছে কিনা খোঁজ নিয়ে দেখা এবং উনার সাথে একটু পরামর্শ করা, যাতে আপনি বর্তমান সিচুয়েশন সম্পর্কে ধারনা পেতে পারেন....!!

শুরু করি

১.যে যেই ফ্যাকাল্টিতে পরীক্ষা দেয় না কেন সবার ১ম চয়েস যেন BSMMU হয় সেটা খেয়াল রাখবেন(যদি লিস্টে BSMMU রাখতে চান)

অনেকেই BSMMU কে ২ নং এ রাখেন অনেক সময় Institute (eg.NITOR) কে ১ং এ দিয়ে দেয় ( যে ভুল আমি নিজেই করেছিলাম) এটা করলে BSMMU এর যে কয়টা সিট থাকে সেখান থেকে আপনি আগেই বাদ হয়ে গেলেন..!

মনে রাখতে হবে BSMMU দিলে অবশ্যই ১ নং এ দিতে হয় (লটারী ফ্যাক্ট)..! কারন এখানকার মত একাডেমিক পরিবেশ আপনি কোথাও পাবেন না আসল কথা হল ফাইনাল খেলা এখানকার স্যারদের কাছেই হবে 😀)..!!

২.যে সব সাব্জেক্টের ইন্সটিটিউট আছে (যেমন Orthopedics এ জন্য NITOR / Cardiology এর জন্য NICVD ২ নং এ দিলে ভাল তবে সেটা অবশ্যই সাব্জেক্টের উপর নির্ভর করে যেমন অনেক subject এর জন্য ইন্সটিটিউট থেকে DMC ভাল হয়..!!

৩. চেস্টা করবেন DMC কে বুঝে শুনে রাখার জন্য (তবে এখানে ব্যাপার আছে) এবং সাব্জেক্টের উপর নির্ভর করবে DMC ২ নং হবে নাকি ৩ নং হবে..!

সবাই জানি সার্জারীর জন্য DMC always বেস্ট option কিন্তু Orthopedic এর জন্য NITOR বেস্ট (হিসেবটা জটিল) 😀

৪. উপরের ৩ টা বাদে বাকি যে কোন ইন্সটিটিউট(RMC SOMC CMC) কে আপনি চাইলেই ৩ নং এর জন্য সিলেক্ট করতে পারেন তবে সেটা অবশ্যই সেই সাব্জেটের উপর নির্ভর করবে+ আপনার পছন্দের উপর নির্ভর করবে ..!

যেমন Endocrinology এর জন্য BIRDEM একটা বেস্ট option..! অনেকেই যারা রাজশাহীতে থাকেন তারা RMC চয়েস দিতে চাইবে নিজের বাড়ির মত মনে হয় আবার যারা চিটাগং এ থাকে তারা CMC চয়েস দিবে ৩ নং এ ..!!

অনেকের নিজের মেডিকেল চয়েস দেয় যেমন DMC এর অনেকেই তাদের টাই শুধু চয়েস দেয়..

আমাদের ক্ষেত্রে সেই সুযোগ নাই..

৫. এটা শুনতে খারাপ লাগলেও বলি..

আমরা যারা শুধু IBMC থেকে চয়েস দিব তাদের মাথায় অনেক কিছু Factor রাখতে হবে, দুই একটা বলি Private Medical থেকে পাশ করা, পেরিফেরি থেকে পাশ করা ব্লা ব্লা ব্লা..!ফলে কারো যদি কোথাও নিজের সাব্জেক্টের পরিচিত কোন স্যার বা প্রফেসর থাকে তবে চেস্টা করবেন সেই ইন্সটিটিউটকে লিস্টে রাখতে.. উনি আপনাকে পথ দেখাবে গুরু হিসেবে..!

(আমার সাথে ২ জন DMC এর আছে তাদের নিজের মেডিকেলের প্রফেসর আছে সেই ডিপার্টমেন্টে সবার সাথে পরিচিতি কিন্তু আমার ক্ষেত্রে উল্টা কেউ আমাকে চিনেও না , আমিও চিনি না কাউকে😀😀

এটার জন্য IBMC cian রা অনেকে RMC কে প্রাধন্য দিতে পারেন মনে হবে নিজের ঘরে আছি ..!

৬. মনে রাখবেন আমাদের মেডিকেলের প্রায় শতাধিক সিনিয়র এখন বাংলাদেশের সব ইন্সটিটিউটের কোন না কোন সাবজেক্ট এ আছেন বা পাশ করে বের হয়ে গেছেন..(কয়েকদিন আগেই BSMMU থেকে পাশ করা আমাদের এক বড় ভাই আমার এক বন্ধুকে সেই ডিপার্টমেন্টের সব স্যারের সাথে তার পরিচয় করিয়ে দিয়েছে এটা কত বড় ব্যাপার আপনি বুঝতে পারবেন না হয়ত☺..!)

আপনি কাউকে না কাউকে পাবেনই..! জেনে শুনে নিবেন আপনার পছন্দের সাব্জেক্টের কে কোথায় আছেন..!!

৭. মনে রাখবেন একটা ভুল আপনাকে অনেক ভোগাবে যদিও রেসিডেন্সি জিনিসটাই নিজেই একটা বড় প্যারা আপনি যেখানেই থাকেন আপনি প্যারায় থাকবেন...!

আজ এতটুকুই দিলাম..

উপলব্ধিটা পুরোটাই আমার নিজের অভিমত..

ভুল হলে শুধরে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন..!আমার অভিমত জোর করে কেউ নিজের উপর ফলাতে যাবেন না..নিজের মত করে ভাবুন কোনটা আপনার জন্য বেস্ট হবে..!

আমাদের অনেক বড় ভাই আপু আছেন এসব ব্যাপারে আরো ভাল বুঝেন এবং জানেন অবশ্যই চেস্টা করবেন তাদের সাথে কথা বলতে..!

কয়েকদিন আগেই আমাদের শ্রদ্ধেয় একবড় ভাই সাব্জেক্ট চয়েস + প্রিপারেশন নিয়ে একটা লাইভে কথা বলেছেন সেটা বার বার দেখুন..!

মনে রাখবেন এমবিবিএস এর মত চান্স পেলাম আর ডিগ্রি হয়ে গেল ব্যাপারটা সেরকম না এখানে.!

মাঝে ৫ /৬ বছরের এক বিশাল রাস্তা পাড়ি দিতে হবে সবাইকে .

1
$ 0.11
$ 0.11 from @TheRandomRewarder
Avatar for Nly09
Written by
3 years ago

Comments