প্রতিনিয়তই আমাদের চারপাশে অনেক শ্রমিকরাই লীড পয়জনিং এ আক্রান্ত হচ্ছে বিভিন্ন কারখানায় কাজ করতে যেয়ে,, তাই আজকে আমরা জানবো এই পয়জনিং সম্পর্কে জেনো নিজেরা এবং আশেপাশের মানুষদের সতর্ক করতে পারি 😊।
☢lead: heavy steel- gray metal.
☢ poisonous form/compound of lead : metallic lead & all its salt.
🔴🔴 fetal dose : lead acetate ➡20gm, lead carbonate➡40gm
🔴🔴fetal period: 1-2 days.
⭕⭕chronic lead poisoning sources :
▶lead dust & vapour: paint,battery, dye cosmetics পুড়ানোর মাধ্যমে তৈরী হয়।
▶lead pipe : lead pipe দিয়ে
প্রবাহিত পানির মাধ্যমে।
▶lead lining container এ সংরক্ষিত খাদ্য
▶vermilion, dye.. Etc.
⭕written & viva এর জন্য অনেক গুরুত্বপূর্ণ question হচ্ছে pumbism /saturnism ⭕
♻♻plumbism : chronic exposer of lead is called plumbism.
☢☢signs & symptoms of plumbism :
(মনে রাখার সুবিধার্থে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো-)
🔰A = Anemia,abortion anorexia,optic Atrophy
🔰B = burtonian line : a strippled blue line is seen at the gums in 50-70% cases. it is due to formation of lead sulphide by the action of hydrogen sulphide formed by decomposed food in the mouth.
🔰C = cerebral oedema,constipation.
🔰D = wrist drop(lead palsy),foot drop
(🌿🌿* lead palsy: এক্ষেত্রে ১.tremors,numbness,hyperesthesia, cramps থাকে
২.বয়স্কদের বেশী হয়
৩.সাধারণত wrist এর extensor muscle গুলো affected হয়।
৪. paralysis is associated with digeneration of nerves & atrophy of muscles.🌿🌿)
🔰E = lead Encephalopathy 🔰F = facial pallor
🔰G = gonadal dysfunction
🔰H = hypertension, hallucination
🔰I = infertility, insomnia.
📛বিঃ দ্রঃ mess line হয় chronic arsenic poisoning এ এবং burtonian line, chronic lead poisoning এ.
Blood level reaction to Lead:
☢☢route of entry:
♻1.inhalation :ধূলা এ উপস্থিত tiny lead particles or fume শ্বাস- প্রশ্বাসের সাথে lungs এ প্রবেশ করে এবং রক্তে মিশে যায়।
♻২.ingestion : food,fingers,cigarettes,toys etc এ উপস্থিত lead can be swallowed. এছাড়া ও inhalation এর মাধ্যমে দেহে প্রবেশ করার পর lungs এ না গিয়ে যখন upper respiratory tract এ আটকে থাকে,, সেটিও swallowed হতে পারে।
⭕⭕lead poisoning এ মৃত্যুর কারণ :
➡in acute poisoning :
- hypovolemic shock & gastroenteritis.
- septic shock
➡in chronic poisoning :
- malnutrition
- infection
- respiratory & renal failure
- encephalopathy.
📛📛treatment of acute poisoning :
➡1.gastric lavage দেওয়া হয় with 1% solution of sodium /megnesuim sulphate
➡2. Demulcents
➡3.the combination of B.A.L and calcium disodium versenate or DMSA is effective.
➡4 penicillamine.
➡5.symptomatic treatment.
⭕⭕postmortem apperances of acute poisoning :
▶acute gastroenteritis এর signs উপস্থিত থাকে
▶mucosa of stomach maybe thickened and softened with eroded patches and may be covered with a greyish-white deposit.
আজকের জন্য এটুকুই থাক 😊।ভুলক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।