পাবনা জেলার স্বনামধন্য বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটি হল ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় পাবনা- ঈশ্বরদী মহাসড়কের পাশে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট এর মধ্যে অবস্থিত।
অনেক সফল মানুষের স্বপ্ন বাস্তবায়নের রূপকার এই বিদ্যালয়টি ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১০০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন।ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করা হয়ে থাকে। এখানে রয়েছেন প্রায় অর্ধশতাধিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
শিক্ষার্থীদের একাডেমিক সফলতার স্বীকৃতিস্বরূপ ও পড়াশোনায় আরো উৎসাহ প্রদানের জন্য রয়েছে বিশেষ পুরস্কার এর ব্যবস্থা। তারই ফলশ্রুতিতে এস.এস.সি তে ভাল ফলাফলের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় স্বর্ণপদক।
২০১১ থেকে ২০১৫ পর্যন্ত এই বিদ্যালয়ে অধ্যয়নের সৌভাগ্য হয়েছিল আমার। প্রতিটি মুহূর্তেই বিদ্যালয়ের সব স্মৃতিগুলি মনের মণিকোঠায় উঁকি দিয়ে ওঠে। মিস করি সকল সহপাঠী ও শ্রদ্ধেয় ভালবাসার শিক্ষকদের।
বিদ্যালয়টির একজন শিক্ষার্থী হতে পেরে নিজেকে গর্বিত মনে করি।
Very good information