বিয়ে নাকি পড়ালেখা

0 21
Avatar for Nly09
Written by
3 years ago

[ক]

আপনার বিয়ে করতে খুব ইচ্ছে করতেছে । কিন্তু আপনি এখনো ছাত্র। লেখাপড়া করতেছেন বিধায় বাড়ি থেকে আপনার বিয়ে দিচ্ছে না । তাহলে এই মূহুর্তে আপনার করণীয় কি?? বিয়ে করবেন না কি পড়ালেখা করবেন?? আসুন তাহলে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করি ।


মানুষের জৈবিক চাহিদা পূরণের শরীয়ত সম্মত পন্থা হলো বিবাহ। এর দ্বারা মানব জীবন পূর্ণতা লাভ করে এবং পবিত্র পন্থায় মানব বংশ বিস্তার ঘটে । আল্লাহ প্রদত্ত এ বিধান মানুষকে সামাজিক পাপাচারকে থেকে নিষ্কৃতি দান করে এবং পবিত্র ও আদর্শ জীবন যাপনে উৎসাহিত করে ।



বিয়ে করার হুকুম হলো ফরজে আইন । এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন -

" তোমরা তোমাদের মহিলাদের মধ্য থেকে বিয়ে করো "

আল্লাহর হুকুম হলো বিয়ে করতেই হবে । রাসূল সা. বলেছেন -

" বিয়ে করা আমার সুন্নাত । যে এর থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভূক্ত নয় "

সুতরাং উপরিউক্ত হাদীস থেকে পরিস্কারভাবে জানা যায় বিয়ে করতেই হবে ।

কিন্তু কখন বিয়ে করতে হবে??

এ ব্যাপারে ইমাম আবু হানিফা এবং শাফেয়ী রহ.  এর অভিমত -

- যদি কামভাব তীব্র আকার ধারণ করে, বিবাহ না করলে যিনায় লিপ্ত হওয়ার আশঙ্খা থাকে মহর ও নাফাকাহ দেয়ার ক্ষমতা থাকে তাহলে তার জন্য বিবাহ করা ফরজ । আর স্বাভাবিক অবস্থায় বিবাহ জায়েজ ।

আর বিয়ে করার সামর্থ না থাকলে রোজা রাখতে হবে ।


[খ]
স্বাভাবিক ভাবেই ১৮ বছর বয়স হলেই ছেলেদের প্রতি মেয়েদের এবং মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বেড়ে যায় । যার ফলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে যায় প্রেম প্রীতি আর ভালোবাসা । এই কঠিন মূহুর্তে অনেকেই হারাম রিলেশনে জড়িয়ে পড়ে । হাতে হাত রেখে ঘুরতে যাওয়া, এক সাথে গল্প করা । যা শরীয়তে একদম হারাম । এরকম করতে করতে এক পর্যায় ছেলে-মেয়ে উভয়ই মিলে অবৈধ কাজে ঝাপিয়ে পড়ে । যা ইসলাম কখনোই গ্রহণ করে না । তাহলে একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন তো এরকম অবৈধ সম্পর্ক করা ভালো নাকি বৈধভাবে বিয়ে করা ভালো??

অনেক পিতাই বলে ছাত্রজীবনে বিয়ে করলে পড়ালেখার ক্ষতি হবে । পড়ায় মন বসবে না । সেই সব পিতার উদ্দেশ্যে আমি বলতে চাই -

ছাত্র জীবনে বিয়ে করলে পড়ালেখায় ক্ষতি হবে না বরং আরো দ্বিগুণ পড়ালেখায় উন্নতি সাধন হবে । কারণ বিয়ের পর প্রিয়তমার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে একজন দূর্বল ছাত্রও ভালো কিছু করতে পারবে ।

ছাত্র বয়সে বিয়ে করার আগ্রহ প্রবল আকার ধারণ করে । সারাক্ষণ মাথায় ঘুরঘুর করে - " যদি পাশে একটা বউ থাকতো "



কিন্তু অধিকাংশ পিতা ছেলেমেয়েদের এই অব্যক্ত মনের ইচ্ছাটা বুঝতে অক্ষম হয় । যার ফলে ছেলেমেয়েরা নানা ধরণের ফেতনায় জড়িয়ে পড়ে ।

[গ]

আগে বিয়ে নাকি আগে পড়ালেখা?? এই প্রশ্নের উত্তরে আমি বলবো আগে বিয়ে তারপর পড়ালেখা । কারণ বিয়ে করলে বেগানা নারীদের নজর থেকে হেফাজত হওয়া যায় । অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকা যায় । বিয়ে করার পরও কিন্তু স্ত্রীকে বাপের বাড়িতে রেখে পড়ালেখা করা যায় । এতে সমস্ত প্রকার ফেতনা থেকে বেঁচে থাকা সম্ভব ।

আমার এক উস্তাদ বলেছেন -

" বাবারা তোমরা ছাত্র বয়সেই বিয়ে করবা । কারণ, ছাত্র বয়সে বিয়ে করলে মন ও মস্তিষ্ক স্বাভাবিক থাকে । নানা ধরণের ফেতনা থেকে হেফাজত থাকা যায় "

উস্তাদরে জিজ্ঞেস করলাম -

- আচ্ছা আমরা তো এখনো ছাত্র । আর এই সময় বিয়ে করলে বউকে খাওয়াবো কি?

প্রশ্নের উত্তরে তিনি হাসি দিয়ে বললেন - বাবা! বিয়ে করো। তারপর দেখবা বউয়ের পরশে থাকার পর এমনিতেই নিজেকে কাজ কর্ম করতে মন চাইবে ।

আসলেই তো.......

ছাত্র বয়সে বিয়ে করলে জৈবিক চাহিদাও পূরণ হবে এবং পড়ালেখাও ভালো হবে । সুতরাং সামর্থ থাকলে ছাত্র বয়সেই বিয়ে করা উত্তম ।

[ঘ]

আবার অনেক বোনদের প্রশ্ন, পড়ালেখা করে কি লাভ বিয়ে তো করতে হবে । স্বামীর ঘরে তো যেতেই হবে ।

বোন! আপনাদের পড়ালেখা করা একান্ত জরুরী। কারণ আপনাদের হাতের গড়ে উঠবে আগামী প্রজন্ম । আপনাদের সন্তানসন্ততি যখন হবে তখন তাদের পড়ালেখার দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে ।

এজন্য নেপোলিয়ান বলেছেন -

" আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিবো "

তিনি একথা বলার কারণ হলো - শিক্ষিত মায়ের হাতেই একটা শিক্ষিত প্রজন্মের আগমণ ।

রাসূল সা ‌. বলেছেন -

" প্রত্যেক নর এবং নারীর জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ "

সুতরাং শিক্ষা দীক্ষা অর্জন করতে হবে ।

যে মা দ্বীনি জ্ঞান অর্জন করবে তার সন্তানকেও সে দ্বীনের জ্ঞান শিখাবে । আর যদি মা মূর্খ হয় তাহলে তার সন্তানও কিছু শিখতে পারবে না ।

এজন্য মায়ের শিক্ষা গ্রহণ করা একান্ত কর্তব্য ।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে - মেয়েরা যদি বিয়ে করে তাহলে কিভাবে পড়ালেখা করবে??

অথবা, পড়ালেখা করবে নাকি সংসার করবে?

বোন! বিয়ে করার পরও সংসার চলাকালিন পড়ালেখা করা সম্ভব । সারাদিনে একটু সময় করে ঐসময়ে পড়ালেখা করা যায় । সংসারও চলবে পড়ালেখাও চলবে । এখন অনেকেই বলবে - সংসার করতে গেলে পড়ালেখা করা সম্ভব হবে না । তাদের উদ্দেশ্যে আমি বলবো -

বোন! ইচ্ছা করলে অবশ্যই উপায় বের হবে ।

আপনি যদি বিয়ের পাশাপাশি পড়ালেখাও‌ করেও তাও কিন্তু আপনার পক্ষে সম্ভবপর হয়ে দাঁড়াবে । সুতরাং আগে বিয়ে তারপর পড়ালেখা।

1
$ 0.16
$ 0.16 from @TheRandomRewarder
Avatar for Nly09
Written by
3 years ago

Comments