আল্লাহর রহমত আপনার উপর নাজিল হয়েছে কি না বোঝারউপায়

0 15
Avatar for Nly09
Written by
3 years ago

●●●■■■●●●


১. নিজের দোষ নিজে দেখতে পারলে।

২. নামাজ কোনো কারনে কাযা হলে আপনার মন খারাপ লাগলে।

৩. নিজের কৃতকর্মের কথা , নিজের অতীত ভুলে মনে পরলে যদি আপনার চোখ দিয়ে পানি ঝরে।

৪. বাবা মায়ের খেদমত করতে পারলে এবং করতে পেরে নিজের মন খুশি হলে।

৫. পর্দা ছাড়া বাহিরে যেতে মন না চাইলে।

৬. খারাপ কাজ করতে গেলে যদি এই ভয়ে ছেড়ে দেন যে এটার জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। আমার এই খারাপ কাজটা কেউ না দেখলেও আল্লাহ দেখছেন।



৭. যৌবনকালে আল্লাহর ইবাদত করতে পারলে।

৮. আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো কাজ করতে পারেন।

৯ . দান-সদগাহ করতে পারলে শুধু আল্লাহর খুশির জন্য।

১০. নামাজ পরতে যদি আপনার খুব ভালো লাগে।

১১. বিপদে যদি ধৈর্য ধারন করতে পারেন এই ভেবে যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন। দুখের পরে সুখ পাবো ইনশাআল্লাহ!



১২. যদি রমজান মাসটাকে কাজে লাগাতে পারেন।

১৩. যদি আপনার রাগকে কন্ট্রোল করতে পারেন।

১৪.যদি আপনার মনের কথা গুলো আল্লাহকে বলতে ভালো লাগে।

১৫. আল্লাহর ভয়ে যদি যিনা না করেন।

১৬. রাতে ঘুমানোর আগে যদি দোয়া, সুরা, যিকির করতে ভালো লাগে।

১৭.যদি আল্লাহ, রাসূলের অপমানে আপনার মন কাঁদে।

১৮.যদি অন্য মুসলমানের উপর অত্যাচার করলে আপনার মন কাঁদে। অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাড়াতে পারেন।

১৯. নিজের মধ্যে যদি অহংকারী ভাব না থাকে।

২০.আযানের জবাব দিতে পারলে।

২১. যদি কুরআন, হাদিসের কথা শুনতে ভালো লাগে।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ এবং নেক হায়াত দান করুন আমীন। 💞

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Nly09
Written by
3 years ago

Comments