Update news

0 0
Avatar for Nipa1234
3 years ago

#তারিখ: ০৮-১০-২০২০

পত্রিকা থেকে প্রতিদিনের তথ্য

.

১।অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণ প্রকাশিত হয় - ৭ অক্টোবর, ২০২০।

২। Climate Vulnerable Forum এর সভাপতি- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩। গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর সভাপতি - বান কি মুন।

৪। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক - তেদরোস আধানম গেব্রেয়াসুস।

৫। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয় - ৮ অক্টোবর, ২০২০৷

৬। থ্রি ব্রাদার্স, আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি - মিয়ানমার ভিত্তিক সশস্ত্র সংগঠন।

৭। অণুচক্রিকা উৎপন্ন হয় - অস্থিমজ্জায়।

৮।কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিশোধিত হয় - ফুসফুসে।

৯।ভালো কোলেস্টেরল - High Density Lipo-Protein.

১০। স্বাভাবিক সংখ্যার চেয়ে লোহিত রক্ত কণিকার সংখ্যা বৃদ্ধি হলে বলে - পলিসাইথিমিয়া।

১১। ছত্রাক যে ধরনের অনুজীব - প্রকৃতকোষী।

১২। ম্যালওয়্যারের হাত থেকে কম্পিউটার কে রক্ষা করে - এন্টিভাইরাস, ফায়ারওয়্যাল, এন্টি ম্যালওয়্যার।

১৩।অক্টোবর ৭ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ - ৪০ বিলিয়ন মার্কিন ডলার।

১৪। প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল - নাজমা বেগম।

নোবেল পুরস্কার ২০২০

★রসায়নে নোবেল বিজয়ীঃ এমানুয়েল শারপাসিয়ে (ফ্রান্স) ও জেনিফার এ ডাউডনা (যুক্তরাষ্ট্র)

★প্রদানকারী প্রতিষ্ঠানঃ রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস

★ গবেষণার বিষয়ঃ জিন সম্পাদনার কৌশল আবিষ্কার ( CRISPR/Cas9 genetic scissors)

★এ পর্যন্ত মোট ৭ জন মহিলা বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছেন। কোনও একটি বিভাগে একসঙ্গে দুই মহিলার নোবেলপ্রাপ্তি এই প্রথম।

©

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Nipa1234
3 years ago

Comments