•• বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পীকার কে ?
ক) শাহ আব্দুল হামিদ
খ) মাওলানা আবদুর রশীদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ ঘ) মোহাম্মদ উল্লাহ
•• টুপাক আমারু কি ?
ক) একটি ফলের নাম
উত্তরঃ খ) পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
গ) একজন বিখ্যাত পন্ডিত
ঘ) একটি দর্শনীয় স্থান
•• সংসদ ভবনের স্থপতি কে ?
ক) মাজহারুল হক
উত্তরঃ খ) লুই আই কান
গ) এফ আর খান
ঘ) নভেরা আহমেদ
•• তত্ত্ববধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয় ?
ক) ২১ জানুয়ারি, ১৯৯১
খ) ২২ ফেব্রুয়ারি, ১৯৯২
উত্তরঃ গ) ২৭ মার্চ, ১৯৯৬
ঘ) ২৮ এপ্রিল, ১৯৯৭
•• পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে ?
ক) চাঁদপুর
খ) সিরাজগঞ্জ
উত্তরঃ গ) গোয়ালন্দ
ঘ) ভোলা
•• যমুনা সেতুর পিলার ক’টি ?
ক) ৭৫টি
খ) ৫৯ টি
উত্তরঃ গ) ৫০টি
ঘ) ৪৫ টি
•• কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে ?
ক) মোহাম্মদ আয়ূব খান
উত্তরঃ খ) আখতার হামিদ খান
গ) আব্দুল হামিদ খান ভাসানী
ঘ) এ.কে. ফজলূল হক
•• ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় ?
ক) ঢাকায়
উত্তরঃ খ) লাহোরে
গ) করাচীতে
ঘ) নারায়নগঞ্জে
•• বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
ক) ময়নামতি
উত্তরঃ খ) সোনারগাঁয়
গ) ঢাকা
ঘ) পাহাড়পুরে
•• সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ক) ১৯৮৫ সালে ঢাকায়
খ) ১৯৮৩ সালে দিল্লীতে
গ) ১৯৮৪ সালে কলম্বোতে
ঘ) ১৯৮৬ সালে মালেতে
•• বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের ?
ক) রাঙামাটি
খ) রংপুর
গ) কুমিল্লা
উত্তরঃ ঘ) সিলেট
•• অপরাজেয় বাংলা কি ?
ক) একটি পুস্তকের নাম
উত্তরঃ খ) মুক্তিযুদ্ধের স্মৃতি বাহী একটি ভাস্কর্য
গ) একটি সড়কের নাম
ঘ) একটি ছায়াছবির নাম
•• নির্বাচন কমিশনের মেয়াদকাল কত ?
ক) ৪ বছর
খ) ৩ বছর
উত্তরঃ গ) ৫ বছর
ঘ) ৭ বছর
•• জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ক) অ্যামোনিয়া
খ) টিএসপি
উত্তরঃ গ) ইউরিয়া
ঘ) সুপার ফসফেট
•• বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ?
উত্তরঃ ক) সেন্টমার্টিন
খ) মহেশখালী
গ) হাতিয়া
ঘ) সন্দ্বীপ
•• কোনটি জি-৮ ভুক্ত দেশ নহে ?
ক) কানাডা
উত্তরঃ খ) অস্ট্রেলিয়া
গ) যুক্তরাজ্য
ঘ) ইটালি
•• মোহাম্মদ আল বারাদি কোন সংস্থার প্রধান ?
ক) WHO
খ) UNHCR
গ) WTO
উত্তরঃ ঘ) None
•• জার্মানির মুদ্রার নাম-
ক) মার্ক
খ) দিনার
গ) পেসো
উত্তরঃ ঘ) ইউরো
•• উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত ?
ক) এশিয়া
খ) দক্ষিন আমেরিকা
গ) আফ্রিকা
ঘ) অস্ট্রেলিয়া
•• সম্প্রতি ইরানের কোন শহরে প্রলয়ঙ্কারী ভূমিকম্প আঘাত হানে ?
ক) ইস্পাহান
খ) বন্দর আব্বাস
উত্তরঃ গ) বাম
ঘ) সিরাজ
•• টেস্টে মোট রান সংগ্রহকারী ক্রিকেটারদের মধ্যে শীর্ষস্থানে আছেন-
ক) অ্যালেনবোর্ডার
খ) জাভেদ মিয়াদাদ
গ) সুনীল গাভাস্কার
উত্তরঃ ঘ) শচীন
•• সম্প্রতি বাংলাদেশের ১৫ জন সামরিক অফিসার প্লেন দুর্ঘটনায় কোথায় মারা যান?
ক) সিয়েরালিওন
উত্তরঃ খ) বেনিন
গ) লইবেরিয়া
ঘ) গ্যারী সোবার্স
•• টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে ?
উত্তরঃ ক) ব্যায়ান লারা
খ) ম্যাথু হেইডেন
গ) হানিফ মোহাম্মদ
ঘ) গ্যারী সোবার্স
•• ২০০৩ সালে বাংলাদেশ সফরকারী সর্বশেষ সরকারপ্রধান কে ?
ক) মালয়েশিয়ার প্রধানতন্ত্রী
খ) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
উত্তরঃ গ) নেপালের প্রধানমন্ত্রী
ঘ) সিয়েরালিওয়নের প্রেসিডেন্ট
•• সুয়েজখাল কোন দেশে অবস্থিত ?
ক) দক্ষিণ আফ্রিকা
খ) আলজেরিয়া
উত্তরঃ গ) মিসর
ঘ) ব্রাজিল
•• সর্বশেষ কোন দেশ মহাশূন্যে মানুষ প্রেরণ করে ?
ক) ব্রিটেন
খ) রাশিয়া
গ) ফ্রান্স
উত্তরঃ ঘ) চীন
•• কোনটি বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা নয় ?
ক) IBRD
খ) IDA
উত্তরঃ গ) IMF
ঘ) IFC
•• দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন তারিখে ?
ক) ৬ আগস্ট, ১৯৪৫
খ) ৯ আগস্ট, ১৯৪৫
গ) ১২ আগস্ট, ১৯৪৫
উত্তরঃ ঘ) ১৪ আগস্ট, ১৯৪৫
•• বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ?
ক) মার্গারেট থ্যাচার
খ) ইন্দিরা গান্ধী
উত্তরঃ গ) শ্রীমোভো বন্দরনায়েক
ঘ) গোল্ডা মেয়ার
•• ক্লিওপেট্রা কোন দেশের রাণী ছিলেন ?
উত্তরঃ ক) মিসর
খ) রোম
গ) লেবানন
ঘ) গ্রীস