Semantics and #Syntax

0 10
Avatar for Nipa1234
4 years ago

#Vocabulary_৩-৪

Word-03 & 04: #Semantics and #Syntax

#Semantics: (#শব্দার্থবিদ্যা) বাংলায় যেমন ব্যবহারের ভিত্তিতে একই শব্দের অর্থ একেক জায়গায় একেক রকম হয়, তেমনি ইংরেজিতেও হয়।

✅এই ব্যবহারভেদে শব্দের অর্থের পরিবর্তন নিয়ে আলোচনা করার যে বিদ্যা সেটা হল Semantics বা শব্দার্থবিদ্যা। যেমন: মাথা ঘামানো- মানে আসলে মাথা গরমে ঘেমে যাওয়া না, বরং চিন্তা করা। এটা ভাষাবিদ্যার অর্থতত্ত্বে খুব গুরুত্ত্বের সাথে আলোচিত হয়।

#English_meaning: a)The study or science of meaning in language.

b)The branch of linguistics that deals with the study of meaning, changes in meaning, and the principles that govern the relationship between sentences or words and their meanings.

#Examples:

📌1.Since I did not understand the farmer’s semantics, I was confused when he referred to his wife as a filly.

📌2.Only a computer programmer can understand the semantics behind that line of code.

📌3.Because surely those semantics would be okay if someone were talking about her in the same manner.

— Jean Bentley, refinery29. com, "R29 Binge Club: Selling Sunset Season 2 Recap," 27 May 2020

#SYNTAX: Syntax বোঝা খুব সহজ, এটা হলো বাক্যের আমরা যে একটা বৈশিষ্ট্য পড়েছি “আসত্তি” সেটাই। যেমন: ‘আমি খাই ভাত’, এটা বললে বক্তার বক্তব্য বোঝা যায় কিন্তু ‘আমি ভাত খাই’ বললে ভাল শোনা যায়।

✅কোন পদের পর কোন পদ বসবে এটার আলোচনাই হলো Syntax, সোজা কথায় বাক্যে পদবিন্যাস হল Syntax.

#English_meaning: the way in which words are put together to form phrases, clauses, or sentences.

#Examples:

👉1.For the ease of the reader I have, made necessary changes in syntax.

👉2.We should use a syntax checker for freshers.

👉3.Its previous handiwork, much of which was riddled with poor syntax and grammatical errors, hardly required a discerning eye to identify.

— Franklin Foer, The Atlantic, "The 2016 Election Was Just a Dry Run," 11 May 2020

1
$ 0.00
Avatar for Nipa1234
4 years ago

Comments