রাখার সহজ উপায়ঃ যৌগিক শব্দ, রুঢ়/রুঢ়ি শব্দ ও যোগরূঢ় শব্দ মনে★যৌগিক শব্দ

0 3
Avatar for Nipa1234
4 years ago

যৌগিক শব্দ: মধুর পড়ুয়া গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গেলেন।

শর্ট টেকনিক-2:

মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক, পাঠক মিতালীর সঙ্গে পাগলামি করছে।

যোগিক শব্দগুলোঃ

মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনি,দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালী, পাগলামী

★রুঢ়/রুঢ়ি শব্দ

শর্ট টেকনিকঃ

তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল।

রুঢ়/রুঢ়ি শব্দগুলোঃ

তৈল, ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবী, হস্তী, দারুণ, বাঁশি, হরিণ, মন্ডপ।

★যোগরুঢ় শব্দ

শর্ট টেকনিকঃ

রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে

জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল।

যোগরুঢ় শব্দগুলোঃ

রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments