Preparation of BCS prelims outside the circle English literature

0 6
Avatar for Nipa1234
3 years ago

#Literary_Terms_and_Genres:

♥Alliteration :

বাক্যের শুরুতে Consonant বা ব্যঞ্জনবর্ণের পুনোরাবৃত্তিকে বলা হয় Alliteration বা অনুপ্রাস।অনেকে স্বরবর্ণের পুনোরাবৃত্তিকে ও অনুপ্রাস বলেন।

♥Allusion :

শিল্প - সাহিত্যের যে কোন শাখা হতে গৃহীত পরোক্ষভাবে উল্লেখিত কোন বিষয়।

♥Anti- Climax :

গুরুগম্ভীর ভাব থেকে হঠাৎ তুচ্ছতায় অবনমন বা সর্বোচ্চ চূড়া হতে নিন্মে পতন। এটা কাহিনী বা চরিত্র দুটির ক্ষেত্রেই হতে পারে।

♥Aside:

নাটকে অন্যান্য চরিত্রের উপস্হিতিতে কোন একজন চরিত্রের একা একা কথা বলা, যেটা অনান্যরা শুনতে পারছে না এরুপ বুঝাবে।

♥Allegory :

একটি সাধারন গল্পের আড়ালে থাকা অন্য একটি গল্প।বাংলায় রুপকধর্মী সাহিত্য হিসেবে পরিচিত।

♥Ballad :

ব্যালাড হলো বর্ণনামূলক লোকগীতি যাতে গুরুগম্ভীর কোন বিষয় অনেকগুলি স্তবকে লেখা হয়।

♥Blank- verse :

অন্ত্যমিলহীন একধরনের ছন্দ যা iambic pentameter দ্বারা গঠিত। বাংলায় অমিত্রাক্ষর ছন্দ বলে।

♥Catastrophe :

কোন ট্রাজেডির শেষাংশে নায়ক বা মূলচরিত্রের আকস্মিক বিপর্যয় বা মৃত্যু ঘটা।

♥Canto:

বড় কবিতার একটা অংশ যাকে সর্গ বলা হয়।

♥Chorus :

নাটকে কোরাস হলো একদল লোক যারা সমবেতভাবে কোন বিষয়ে তাদের মতামত প্রকাশ করে।

♥Classic :

যে সব শিল্প - সাহিত্য কালজয়ী অর্থাৎ তার নিজ যুগকে অতিক্রম করেও আরও অনেক সময়ধরে জনপ্রিয় থাকে।

♥Classicism :

ইংরেজি সাহিত্যে ক্ল্যাসিসিজম বলতে মূলত প্রাচীন গ্রীক ও রোমান সাহিত্যের বৈশিষ্ট্যাবলীকে বুঝায়।

♥Climax :

কোন ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এটাকে গল্পের শীর্ষবিন্দু বলা হয়।

♥Comic Relief :

নাটকের দুইটি বেদনাদায়ক দৃশ্যেরর মাঝে যে হাস্যরসাত্মক অংশটুকু দেখানো হয়।

♥Conceit:

সম্পর্ণ বিপরীতধর্মী দুটি বস্তুর মাঝে শৈল্পিকভাবে তুলনা করা।

♥Comedy :

এক ধরনের নাটক যা বিবাদ বা কষ্ট দিয়ে শুরু হলেও মিলনের মধ্যদিয়ে শেষ হয় ( happy ending)।

♥Dramatic Monologue :

এক ধরনের গীতিকবিতা যাতে একজন বর্ণনাকারী তার চিন্তা এবং অনুভূতি একজন শ্রোতার কাছে বর্ণনা করে।

♥Dirge:

কারো শবযাত্রায় শোক প্রকাশে গাওয়া অন্ত্যোষ্টিগাথা।

♥Epic:

এপিক হলো দীর্ঘ -বর্ণনামূলক কবিতা যাতে কোন মহান ব্যক্তিকে কেন্দ্রকরে আবর্তিত কোন মহাকাহিনী তুলে ধরা হয়। বাংলায় বলে মহাকাব্য।

♥Elegy:

কারো মৃত্যুতে শোক প্রকাশ করে লেখা কবিতা। বাংলায় এটাকে শোকগাথা বলে।

♥Epigram :

এমন কোন বক্তব্য যেটা বাহ্যিকভাবে পরস্পর বিপরীত।

♥Hamartia:

ট্রাজেডির নায়কের করা ভুল, যেটার কারনে তাকে তার করুন পরিনতির স্বীকার হতে হয়।

♥Heroic Couplet :

এমন একজোড়া iambic pentameter (পঞ্চস্বরাঘাতযুক্ত)লাইন যার অন্ত্যমিল আছে।

♥Hymn:

স্তুতিবাচক বা বন্দনামূলক কবিতা।

♥Imagery :

কোন কিছুর চিত্র যখন শব্দ তথা লিখে প্রকাশ করা হয়।

♥Irony :

এমন কোন কথা বা অবস্হা যেটা বাহ্যিকভাবে যা বুঝায় প্রকৃত অর্থ তার বিপরীত।

♥ Lyric:

এমন কবিতা যাতে কবির ব্যাক্তিগত চিন্তা ও অনুভূতিগুলি স্হান পায়। এর প্রকাশভঙ্গী গানের মত সুরেলা। বাংলায় এটাকে গীতিকবিতা বলে।

♥Metaphor :

দুটি বস্তুর মাঝে অন্তর্নিহিত বিষয়ে তুলনা।

♥Mock- epic:

এপিকের মত দীর্ঘ - বর্ণনামূলক কবিতা কিন্তু এটা তুচ্ছ কোন থিম নিয়ে ব্যাঙ্গাত্বক ভাবে লেখা হয়।

♥Metaphysical poetry :

বিমূর্ত কোন বিষয়কে কেন্দ্রকরে লেখা কবিতা যাতে বর্ণনাভঙ্গি জোড়ালো এবং সংক্ষিপ্ত হয় এবং আবেগের প্রকাশ ঘটে যুক্তির মাধ্যমে।

♥Ode:

এটা এমন এক ধরনের গীতিকবিতা যেটাতে কষ্টের বর্ণনা দিয়ে শুরু হয়ে কোন গুরুগম্ভীর বিষয় সান্ত্বনা দিয়ে শেষ হয়।

♥Personification :

কোন জড়বস্তুকে জীবন্ত কিছুর মত করে উপস্হাপন করা।

♥Plot:

কোন সাহিত্যকর্মের মূল কাঠামো, যার উপর ভিত্তি করে কাহিনী বিকাশ লাভ করে।

♥Romanticism :

সাহিত্য সৃষ্টিতে গ্রীক ও রোমান রীতি নীতি থেকে বের হয়ে এসে নতুন কিছু সৃষ্টি প্রয়াস। এই ধারায় কল্পনা ও অনুভূতিকে প্রধান্য দেয়া হয়েছে।

♥Sonnet :

সনেট হলো একধরনের গীতিকবিতা যাতে একটিমাত্র ভাব বা অনুভূতিকে ১৪ অক্ষর বিশিষ্ট ১৪ লাইনের প্রকাশ করা হয়।

♥Simile:

দুটি বস্তুর মাঝে স্পষ্ট বা সরাসরি তুলনা। এক্ষেত্রে as এবং like শব্দদুটি উল্লেখ থাকবে।

♥Soliloquy :

নাটকের অনান্য চরিত্রেরর অনুপস্থিতিতে কোন চরিত্রের একা একা কথা বলা যেটা দর্শক শুনতে পাবে।

♥Stanza :

কবিতার মাঝে শ্রেণিবিভক্ত করন।

♥satire :

বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে ব্যাঙ্গাত্বক রচনা।

♥Subjectivity :

লেখার মধ্যে সাহিত্যিকের ব্যাক্তিগত বিষয়ে আলোচনা।

♥Tragi - Comedy :

এক ধরনের নাটক যাতে বিয়োগান্তক এবং হাস্যরসাত্মক দৃশ্য দুটিই তুলেধরা হয়।

♥Tragedy :

এমন নাটক যাতে শেষে প্রধান চরিত্রের বিয়োগান্তক পরিনতি দেখানো হয়।

--------------------------------------------------

1
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder
Avatar for Nipa1234
3 years ago

Comments