Noble prize 2020

0 5
Avatar for Nipa1234
4 years ago

#শান্তি_সাহিত্য_রসায়ন_পদার্থ_চিকিৎসা

#শান্তি: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)

অবদান: ক্ষুধা নিরসনে অবদানের জন্য।

#সাহিত্য : মার্কিন কবি লুইস গ্লুক।

অবদান: সরল ও সৌন্দর্যময় ভ্রান্তিহীন কাব্যিক কণ্ঠস্বরের জন্য।

#রসায়নশাস্ত্র : জার্মানির রসায়নবিদ ইমানুয়েল চার্পেনিয়ার ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোদনা।

অবদান : জিন প্রকৌশলের মাধ্যমে ডিএনএ সম্পাদনার সূক্ষ্মতম কৌশল উদ্ভাবন।

#পদার্থবিজ্ঞান : রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজ।

অবদান : মহাবিশ্বের অন্যতম বিস্ময় ব্ল্যাকহোলের গঠনে সাধারণ আপেক্ষিকতার ভূমিকা নিয়ে গবেষণা।

#চিকিৎসা : হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম রাইস।

অবদান : হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার।

আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

2
$ 0.00
Avatar for Nipa1234
4 years ago

Comments