Important question (part-2)

0 5
Avatar for Nipa1234
4 years ago

•• কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী?

ক) কার্বন ডাই অক্সাইড

উত্তরঃ খ) ক্লোরোফ্লোরো কার্বন

গ) কার্বন মনো অক্সোইড

ঘ) সালফার ডাই অক্সাইড

•• নিম্নের কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?

উত্তরঃ ক) ২৩ সেপ্টেম্বর

খ) ২৩ মার্চ

গ) ২১ জুন

ঘ) ২১ সেপ্টেম্বর

•• বুড়িগঙ্গা নদীটি-

ক) ধলেশ্বরীর উপনদী

খ) শীতলক্ষ্যার শাখা নদী

গ) তুরাগ নদীর শাখা নদী

উত্তরঃ ঘ) ধলেশ্বরীর শাখা নদী

•• জাতিসংঘ দিবস কবে পালন করা হয়?

ক) ২৪ সেপ্টেম্বর

খ) ৭ জুলাই

উত্তরঃ গ) ২৪ অক্টোবর

ঘ) ১০ ডিসেম্বর

•• রঙিন টেলিভিশন ক্যামেরায় তিনটি মৌলিক রং কি কি?

উত্তরঃ ক) লাল, আসমানী এবং সবুজ

খ) লাল, আসমানী এবং কমলা

গ) লাল, আসমানী এবং বেগুনী

ঘ) লাল, আসমানী এবং হলুদ

•• হলুদ ফুলকে নীল কাঁচের মধ্য দিয়ে দেখলে কিরূপ দেখায়?

ক) হলুদ

উত্তরঃ খ) কালো

গ) নীল

ঘ) সবুজ

•• আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কোনটি?

উত্তরঃ ক) ঘনমিটার

খ) কিলোমিটার

গ) মিটার

ঘ) বর্গমিটার

•• নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?

ক) প্রাকৃতিক গ্যাস

উত্তরঃ খ) বায়োগ্যাস

গ) কয়লা

ঘ) পেট্রোলিয়াম

•• ইপিআই কর্মসূচীর মাধ্যমে প্রতিরোধযাগ্য রোগের সংখ্যা কয়টি?

উত্তরঃ ক) ৭টি

খ) ৬টি

গ) ৩টি

ঘ) ৫টি

•• পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

ক) গোপাল

উত্তরঃ খ) ধর্মপাল

গ) রামপাল

ঘ) দেবপাল

•• জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন?

উত্তরঃ ক) রাষ্ট্রপতি

খ) চীফ হুইপ

গ) প্রধানমন্ত্রী

ঘ) স্পীকার

•• বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তকে পৃথক করেছে কোন নদী?

ক) হালদা নদী

উত্তরঃ খ) নাফ নদী

গ) কাসালং নদী

ঘ) কর্ণফুলী নদী

•• বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে কবে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়?

ক) ১০ জানুয়ারী, ১৯৭২

খ) ১৬ ডিসেম্বর, ১৯৭১

গ) ২৬ মার্চ, ১৯৭১

উত্তরঃ ঘ) ৩ মার্চ, ১৯৭১

•• মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ ক) ১১টি

খ) ১০টি

গ) ৯টি

ঘ) ৭টি

•• বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক) হাসেম খান

উত্তরঃ খ) কামরুল হাসান

গ) জয়নুল আবেদিন

ঘ) হামিদুর রহমান

•• রক্ষশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?

উত্তরঃ ক) আয়রন

খ) ভিটামিন এ

গ) ক্যালসিয়াম

ঘ) আয়োডিন

•• সিডর শব্দের অর্থ –

ক) ঘূর্ণিঝড়

উত্তরঃ খ) চোখ

গ) জলোচ্ছাস

ঘ) সাহসী

•• ২০১০ সালে চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান?

ক) আন্দ্রে পেইম

খ) এমেরিটাস রিচার্ড হেক

গ) আকিরা সুজুকি

উত্তরঃ ঘ) রবার্ট এডওয়ার্ডস

•• বাংলাদেশে কোন সনে আদমশুমারী করা হবে?

ক) ২০১২ খ্রিস্টাব্দে

খ) ২০১৩ খ্রিস্টাব্দে

গ) ২০১৪ খ্রিস্টাব্দে

উত্তরঃ ঘ) ২০১১ খ্রিস্টাব্দে

•• জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয় দফা ঘোষণা করেন?

ক) ১০ জানুয়ারি, ১৯৬৬

উত্তরঃ খ) ৫ ফেব্রুয়ারি, ১৯৬৬

গ) ২৩ মার্চ, ১৯৬৬

ঘ) ১৩ ফেব্রুয়ারি, ১৯৬৬

1
$ 0.00
Avatar for Nipa1234
4 years ago

Comments