GOLDEN Marks ১২০ পাবার প্ল্যান

0 1
Avatar for Nipa1234
3 years ago

বিসিএস বোদ্ধারা বলেন, ১২০ হচ্ছে গোল্ডেন নম্বর। এটা পেলে জয় নিশ্চিত ফুটবলের সেই গোল্ডেন গোলের মত; যেই দল আগে গোল দিবে, সেই দল হবে বিজয়ী। তাই স্টাডি প্ল্যান নয় বরং নম্বর প্ল্যান দিলাম। ১২০ পেলে খুব সম্ভবত ৩-৫ হাজার পাস করালেও আপনি তার মধ্যে থাকবেন তবে ১২০ পাওয়া না পাওয়া প্রশ্নের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

যাই হোক, ১২০ নম্বর অনুযায়ী স্টাডি প্ল্যান সেট করুন। আপনার স্টাডি প্ল্যানে যদি সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে সেটা হবে বড্ড বোকামি। ম্যাথ আর আন্তর্জাতিক কখনই একই গুরুত্বের হতে পারে না। ভকাবুলারি আর ইংরেজি লিটারেচার একই গুরুত্বের হতে পারে না। আশা করি বুঝাতে পেরেছি। Chief guest কে গুরুত্ব বেশি দিতেই হবে। নিচে যেগুলো বোল্ড করে দেওয়া সেগুলোকে chief guest ধরে স্টাডি প্ল্যান সেট করুন।

ইংরেজি ২২ (৩৫)

বিজ্ঞান ১২ (১৫)

কম্পিউটার ১০ (১৫)

ম্যাথ ২৬ (৩০)

বাংলা ২০ (৩৫)

বাংলাদেশ ১৫ (৩০)

আন্তর্জাতিক ১০ (২০)

ভূগোল ৫ (১০)

মোট ১২০ (১৯০)

কারও কাছে মনে হতে পারে এটা বিজ্ঞানের ছাত্রদের জন্য করা হয়েছে। আমি আপনার কথার সাথে দ্বিমত পোষণ করছি না। গত কয়েক বছরের বিসিএস পরীক্ষায় মেধা তালিকায় যারা শীর্ষে আছেন তাদের বেশিরভাগই বিজ্ঞান বিভাগের ছাত্র। আপনি বিজ্ঞান বিভাগে পড়েন নি তাতে কী? আপনি যদি প্রথম বার পছন্দের ক্যাডার না পান তাহলে দ্বিতীয় বা তৃতীয় বার পেতে হলে আপনাকে প্রায় মোট ৩-৪ বছর এর জন্য সময় খরচ করতে হয়। আপনি কেন এ সময় সর্বোত্তম ব্যবহার জন্য মনোযোগ দিবেন না? কেন শুধু শুধু অতীত নিয়ে মন খারাপ করবেন? এখন তো আপনি চাইলে আরও সুন্দরভাবে অনেক কিছু বুঝতে পারবেন যদি এর জন্য সঠিকভাবে সময় দেন।

আবার কারও মনে হতে পারে ম্যাথে বেশি নম্বর টার্গেট করেছি। যিনি VVIP গেস্ট তাকে তো সেভাবেই ট্রিট করতে হবে। আমার ৪ বছরের অভিজ্ঞতা বলে ম্যাথ এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টই নির্ধারণ করবে আপনি চাকরি পাবেন, না কি পাবেন না। আর পেলেও কোন মানের চাকরি পাবেন এবং এর মধ্যে ম্যাথকেই আমি বেশি গুরুত্ব দিব বিসিএস এবং অন্য প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার জন্য কারণ ইংরেজির উত্তর করতে কিন্তু বেশি সময় লাগবে না। যারা পারেন, তাদের প্রায় একই সময় লাগবে। কিন্তু ম্যাথ কেউ ১ মিনিটে করেন আর কেউ ১০ সেকেন্ডে করেন। তাই যেসব চাকরিতে প্রিলিমিনারি ধাপে খুব কম পাস করানো হয় সেখানে ম্যাথ একটা বিশাল ফ্যাক্টর হতে পারে। কেন আপনি ২-৩ বছর বা এর চেয়ে বেশি সময় পেয়েও ম্যাথে উন্নতির করার জন্য ট্রাই করবেন না? আশা করি আপনার স্ট্র্যাটেজি পরিবর্তন করবেন কিনা ভেবে দেখবেন।

বাংলাদেশ আর আন্তর্জাতিক যতই পড়েন কমন পাবার কোন গ্যারান্টি নাই। মোটামুটি পড়লেও সবাই যা পারে আপনি তা পেরে যাবেন। তাই Sustainable Development এর জন্য chief guest দের গুরুত্ব দিন।

নোটঃ নৈতিকতা ও মূল্যবোধকে সম্পূর্ণ বাদ দিয়েছি। কেউ চাইলে ৩৫তম থেকে ৪০তম বিসিএস এর প্রশ্নগুলো পড়তে পারেন। আমি ৩৭, ৩৮ এবং ৪০তম বিসিএস প্রিলিতে এগুলোতে কখনো একটিও উত্তর করি নাই আবার কখনও ২-৩টি উত্তর করেছি। আল্লাহর অশেষ রহমতে প্রতিবারই পাস করেছি।

কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন প্লিজ।

ধন্যবাদ।

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Nipa1234
3 years ago

Comments