বিসিএস লিখিত ভাবনা
ইংরেজি
.
এর আগে আলোচনা করেছি ইংরেজির পার্ট- A নিয়ে।
আজ আলোচনা করবো পার্ট- B নিয়ে
ক. E2B & B2E অনুবাদ- ২৫*২=৫০.
অনুবাদ সবসময় ভাবানুবাদ করতে হয়। ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করলে অনুবাদের যোগ্যতা হারায় আর নম্বর কম আসবে। অনুবাদের ভাষা হতে হবে প্রাঞ্জল এবং সহজবোধ্য। আর অনুবাদের জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমি পরীক্ষার আগে প্রতিদিন দুটো করে অনুবাদ প্র্যাকটিস করেছি। কারণ নিয়মিত চর্চা না করলে এক্সাম হলে গিয়ে নাস্তানাবুদ হতে হবে। অনুবাদের প্র্যাকটিস এর জন্য ডেইলি স্টার, প্রজেক্ট সিন্ডিকেট ফলো করতে পারেন। কিছু টপিক দিলাম যা b2e & e2b তে কমন। এসব টপিক্সের উপর প্রচুর পরিমাণে Collocation & Phrases খাতায় নোট করবেন।
Topics- Liberation war, environment, corruption, violence against women, sdg, literature & art, tourism, export industry, human trafficking & narcotics, women empowerment, politics & government.
প্রিভিয়াস বিসিএস লিখিত অনুবাদ, ব্যাংক অনুবাদ গুলো শেষ করবেন। তাহলে আইডিয়া হবে।
খ। Essay Writing-50
ইজি কমন পড়া বা না পড়ার ব্যাপার একান্তই নিজের চেষ্টা। ইজি মিনিমাম ১০ পেইজ লিখতে হবে ভালো নম্বরের জন্য। আপনি ওই রচনাটাই সিলেক্ট করবেন লেখার জন্য যেটা কমন না পড়লেও আপনি লিখতে পারেন আর সাথে প্রচুর ডাটা দিতে পারেন। ৪০লিখিততে তিনটা ইজি ছিলো (a) Literature and society (b) Democracy and Good Governance (c) Corruption: The Invincible Monster. যেহেতু একটিও ভালো করে কমন পড়েনি সেহেতু অপশন C লিখি। আর করাপশন নিয়ে অনুবাদ চর্চা করেছি, বাংলাদেশ বিষয়াবলির জন্য পড়েছি সেহেতু আমার জন্য বেটার অপশন ছিলো এটাই লিখা
। আবারো রিপিট করছি যা লিখবেন শুদ্ধ লিখবেন, বানান ভুল, ব্যাকরণগত ভুল যেনো না হয়। কোটেশন দেয়ার জন্য নীলকলম ব্যবহার করবেন।
আমি নিচে কিছু টপিক্স দিচ্ছি এইগুলো বিসিএস লিখিত এর জন্য হট টপিক্স।
Bangladesh Delta Plan-2100.
Mujibborsho.
Government Fast Track Projects.
Blue Economy.
Green Economy.
Environment Pollution.
Climate Change.
Natural Disaster of Bangladesh.
RMG/ Leather Industry /Tourism Industry.
The Spirit of Liberation War.
SDG's & Bangladesh.
Terrorism / Religious Extremism.
Digital Bangladesh / Vision 2041.
Bangladesh Perspective Plan 2021-2041.
Communal Harmony.
Women Empowerment / Violence Against Women.
Narcotics & its Effects.
Graduation From LDC.
Natural Resources of Bangladesh.
Good Governance.
Rohingya Crisis.
এর বাইরেও পড়তে পারেন, এতে আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হবে। উপরের টপিক্সগুলো যদি ভালো করে শেষ করতে পারেন তাহলে সেগুলো বাংলা রচনা, ইংরেজি রচনা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি তে কাভার দিবে।
নেক্সট অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে।