বঙ্গবন্ধু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

0 0
Avatar for Nipa1234
3 years ago

০১. দৃষ্টিপ্রতিবন্ধীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় কবে?

উত্তরঃ ৭ অক্টোবর, ২০০২.

০২. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে উন্নয়নশীল দেশগুলোকে বাঁচাতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব উত্থাপন করেন?

উত্তরঃ চার দফা।

## গত ৭ অক্টোবর ‘Midnight Survival Deadline for the Climate’ শীর্ষক সিভিএফ এর এক ভারচ্যুয়াল সম্মেলনে সভাপতি হিসেবে দেওয়া ভাষণে এই প্রস্তাব উত্থাপন করেন।

০৩. ভাষা সৈনিক আবদুল মতিন কবে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ ৮ অক্টোবর, ২০১৪.

## ‘ভাষা-মতিন’ হিসেবে পরিচিত ভাষা আন্দোলনের এই ছাত্রনেতা ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন।

০৪. ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাসটি কে লিখেছেন?

উত্তরঃ কথাশিল্পী শওকত আলী।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. কিসে অবদান রাখায় রসায়নে নোবেল পুরস্কার ২০২০ প্রদান করা হয়েছে?

উত্তরঃ জিন এডিটিং এর উন্নত কৌশল আবিষ্কারের জন্য।

## নোবেল পেয়েছেন - ইমানুয়েল কারপেন্টিয়ার (ফ্রান্স উচ্চারণ - শারপোঁসিয়ে), ফ্রান্স এবং জেনিফার এ. ডওডনা, যুক্তরাষ্ট্র।

০২. কাকে কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়েছে?

উত্তরঃ শেখ মেশাল আল-আহমেদ।

## নতুন আমির - শেখ নওয়াফ আল-আহমেদ।

## সরকারি বার্তা সংস্থা - কুনা।

০৩. আলোচিত ‘শাহিনবাগের বিক্ষোভ’ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তরঃ নয়াদিল্লি, ভারত।

## টানা ১০০ দিনের বেশি চলা এই বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শাহিনবাগের দাদি নামে পরিচিত বিলকিস বেগম টাইম ম্যাগাজিনের ২০২০ সালের ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছেন।

০৪. অত্যন্ত দক্ষ অভিবাসী শ্রমিকদের জন্য যুক্তরাষ্ট্রের প্রবর্তিত ভিসা ব্যবস্থার নাম কী?

উত্তরঃ এইচ-১ বি ভিসা।

০৫. কিরগিজস্তানের বর্তমান (নতুন) প্রধানমন্ত্রীর নাম কী?

উত্তরঃ সাদির জাপারভ।

## বিক্ষোভের মুখে গত ৭ অক্টোবর কিরগিজস্তানের প্রধানমন্ত্রী কুবাটবেক বরোনভ পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে পারেন প্রেসিডেন্ট সুরোনোবে জিনবেকভও।

০৬. মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানীর নাম কী?

উত্তরঃ সিত্তে।

## চিন (Chin) - মিয়ানমারের একটি রাজ্য; চীন (China)- এশিয়ার একটি দেশ।

০৭. বিশ্ব ব্যাংকের তথ্য মতে, করোনা প্রভাবে সারা বিশ্বে কী পরিমাণ মানুষ গরীব হবে?

উত্তরঃ ৭ থেকে ১০ কোটি মানুষ।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. সর্বজনীন গ্রহিতা রক্ত গ্রুপ কোনটি?

উত্তরঃ এবি গ্রুপ।

## সর্বজনীন দাতা রক্ত গ্রুপ - ও গ্রুপ।

০২. কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে?

উত্তরঃ শ্বেত রক্তকণিকা।

#খেলাধুলা

০১. এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ বাংলাদেশ।

## সময় - ১১-১৯ মার্চ, ২০২১.

০২. বিশ্ব ক্রিকেটে ওয়ানডেতে টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কোন দল?

উত্তরঃ অস্ট্রেলিয়া পুরুষ দল (২১টি, ২০০৩ সালে)।

## দ্বিতীয় বেশি ম্যাচ যেটা দল - অস্ট্রেলিয়া নারী দল (২১টি, ২০১৮-২০২০ সাল)।

Smd Kabir Hossain.

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Nipa1234
3 years ago

Comments