০১. সম্প্রতি কাকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে?
উত্তরঃ এ এম আমিন উদ্দিন।
## গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলে রাষ্ট্রের আইন কর্মকর্তার সর্বোচ্চ এই পদটি খালি হয়।
০২. বাংলাদেশে নিযুক্ত ভারতের বর্তমান হাইকমিশনার কে?
উত্তরঃ বিক্রম দোরাইস্বামী।
## গত ৮ অক্টোবর বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার হিসেবে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।
০৩. জাতীয় অধ্যাপক ও জ্ঞানতাপস কাজী মোতাহার হোসেন কবে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ৯ অক্টোবর, ১৯৮১.
## তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা।
## ‘শিখা’ পত্রিকার সম্পাদক হিসেবে তিনি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
০৪. দেশে কবে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ কার্যকর করা হয়?
উত্তরঃ ৮ অক্টোবর, ২০১৮.
০৫. বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবির কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার, বাংলাদেশ।
## এখানের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে এগারো লাখ।
০৬. বিশ্বব্যাংকের পূর্বাভাস মতে, করোনার কারণে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত শতাংশ হবে?
উত্তরঃ ১.৬ শতাংশ।
## সরকারের লক্ষ্য - ৮.২০ শতাংশ।
## দক্ষিণ এশিয়ায় শীর্ষে - বাংলাদেশ।
০৭. বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত ছাড়িয়েছে?
উত্তরঃ ৪০ বিলিয়ন ডলার।
## গত ৮ অক্টোবর এই মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ‘সাহিত্যে নোবেল পুরস্কার ২০২০’ কে জিতেছেন?
উত্তরঃ লুইস গ্লুক, যুক্তরাষ্ট্র।
## সাধারণ সৌন্দর্য দিয়ে ব্যক্তি সত্তাকে সার্বজনীন অস্তিত্ব তৈরি করা সুস্পষ্ট কাব্যিক কণ্ঠের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন।
## সাহিত্যে ১৬তম নারী হিসেবে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লুক।
## তাঁর লেখা ‘দ্য ওয়াইল্ড আইরিশ’ কাব্যগ্রন্থের জন্য ১৯৯৩ সালে পেয়েছেন পুলিৎজার পুরস্কার।
## তাঁর আরও কিছু সাহিত্যকর্ম - ‘Firstborn’ (এটি তাঁর প্রথম কবিতার বই; প্রকাশ - ১৯৬৮ সাল), ‘Faithful and Virtuous Night’, ‘Averno’.
০২. আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্ক কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৫ অক্টোবর, ২০২০.
## ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার কারণে এই বিতর্কটি ভারচ্যুয়ালে অনুষ্ঠিত হতে পারে।
## তিনটি বিতর্কের মধ্যে প্রথমটি গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে, তৃতীয়টি অনুষ্ঠিত হবে আগামী ২২ অক্টোবর।
০৩. আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও মাইক পেন্সের মধ্যে কবে বিতর্ক অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ অক্টোবর, ২০২০; সল্ট লেক সিটি, ইউটা অঙ্গরাজ্য।
০৪. ‘Against Our Will: Men, Women and Rape’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ সুশান ব্রাউনমিলার, যুক্তরাষ্ট্র।
০৫. পরিবেশ ইস্যু নিয়ে কাজ করার জন্য ২০২১ সাল থেকে প্রবর্তিত নতুন পুরষ্কারের নাম কী?
উত্তরঃ আর্থশট প্রাইজ।
## চালু করলেন - প্রিন্স উইলিয়াম, যুক্তরাজ্য।
## আর্থিক মূল্য - সাড়ে পাঁচ কোটি ডলার।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে কী বলা হয়?
উত্তরঃ থ্রম্বোসিস।
#খেলাধুলা
০১. ১৯৩৯ সালের পর পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে সম্প্রতি কে ফেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন?
উত্তরঃ ইগা সিওনতেক।
০২. ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে সম্প্রতি কে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন?
উত্তরঃ জশুয়া চেপেতগাই, উগান্ডা (২৬ মিনিট ১১ সেকেন্ডের রেকর্ড গড়েছেন)।
## মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন - লেতেসেনবেদ গিদি, ইথিওপিয়া (১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডের রেকর্ড গড়েছেন)।