আজ সাড়ে দশটার সিলেবাস থেকে (১২.১০.২০২০)
কিছু চরিত্রের ক্ষেত্রে শুধু গ্রন্থের নাম কিছুর ক্ষেত্রে শুধু তাদের স্রষ্টার নাম আবার অনেক ক্ষেত্রে উভয়ের নাম দেওয়া হলঃ
১.অনোয়ারা- নজিবর রহমানের আনোয়ারা উপন্যাস
অন্নদাদিদি, অভয়া, ইন্দ্রনাথ , রাজলক্ষ্মী – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস।
২.অপর্ণা- রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কাব্যনাট্য
অমল, সুধা, মাধব, দত্ত, ঠাকুর দা- রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক
৩.অমিত ও লাবন্য- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস
৪.অর্জুন- সমরেশ মজুমদার।
৫.অর্জুন- চিত্রাঙ্গদা
৬.আদুরী- নীলদর্পণ
৭.আব্দুল্লাহ- আবদুল কাদেরের আবদুল্লাহ
৮.আয়েশা, তিলোত্তমা – দুর্গেশনন্দিনী
৯.ঈশ্বরী পাটনী, হীরা মালিনী, বিদ্যা ও সুন্দর- অন্নদামঙ্গল কাব্য
১০.ঋজুদা- বুদ্ধদেব গুহ।
১১.কদম্বিনী- জীবিত ও মৃত গল্প-ভানসিংহ
১২.কর্নেল নিলাদ্রী সরকার- সৈয়দ মুস্তাফা সিরাজ।
১৩.কাকাবাবু- সুনীল গঙ্গোপাধ্যায়।
১৪.কালকেতু, ফুল্লরা , মুরারি শীল ,ভাঁড়ুদত্ত, ধনপতি, খুল্লনা, কলিঙ্গের রাজা- চন্ডীমঙ্গলমুকুন্দরাম
১৫.কিরীটী রায়- নীহার রঞ্জন গুপ্ত।
১৬.কিশোর, নন্দিনী- রক্তকরবী-রবিঠাকুর
১৭.কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ, হীরা, সূর্যমুখী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাস
১৮.কুবের মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি উপন্যাস
১৯.কৃষ্ণকুমারী, ভীম সিং, বিলাসবতী, মর্দানকী, তপস্বিনী কৃষ্ণকুমারী নাটক
২০.কেনারাম, ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ দীনবন্ধু মিত্রের সধবার একাদশী
২১.কেল্টুদা- নারায়ণ দেবনাথ।
২২.খুল্লনা ও লহনা- চণ্ডীমঙ্গল
২৩.গফুর, আমিনা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্প
গোগোল- সমরেশ বসু।
২৪.গোবিন্দলাল ও রোহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল
২৫.গৌরমোহন, সুচরিতা, ললিতা, বিনয়, লবণ্য- গোরা
গয়া- মামলার ফল
২৬.ঘটিরাম ডেপুটি ও নিমচাঁদ দীনবন্ধু মিত্রের সধবার একাদশী
২৭.চাঁদ সওদাগর, মনসা, লখিন্দর পদ্মপুরাণ কাব্য
চারু- নষ্টনীড় গল্প
২৮.জগুমামা- ত্রিদেবকুমার চট্টোপাধ্যায়।
জমিলা, মজিদ , আমেনা সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু
২৯.জোহরা- জোহরা
৩০.জোহরা, জরিনা, হিরণবালা, ইব্রাহীম কার্দি- রক্তাক্ত প্রান্তর নাটক
৩০.জয়গুন, হাসু, মায়মুন আবু ইসহাকের সূর্যদীঘল বাড়ী [২৬তম বিসিএস প্রিলিমিনারি]
৩১.জয়ন্ত , মাণিক- হেমেন্দ্রকুমার রায়।
৩২.টেনিদা , প্যালা , হাবুল , ক্যাবলা- নারায়ণ গঙ্গোপাধ্যায়।
৩৩.ঠকচাচা, বাঞ্ছারাম, বাবুরাম বাবু- প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল [২৬, ১৫তম বিসিএস প্রিলিমিনারি]
৩৪.ঠাকুর ঝি, নিতাই- তারাশঙ্করের কবি
৩৫.ডমরুধর – ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
৩৬.তিলোত্তমা – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৭.তোরাপ, নবীন, মাধবী, আদুরী- নীলদর্পণ নাটক
৩৮.দামিনী, শচীশ, শ্রী বিলাস- চতুরঙ্গ
৩৯.দীপাঙ্কর দীপু, সতী, লক্ষ্মী- বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম
৪০.দীপাবলী- সমরেশ মজুমদারের সাতকাহন
৪১.দুঃখিরাম ও চন্দরা- রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প। [৩৮তম বিসিএস প্রিলিমিনারি]
৪২.দূর্গা, অপু, সর্বজয়া, হরিহর- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পথের প্যাচালী
৪৩.দেবদাস,পার্বতী ও চন্দ্রমূখী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর দেবদাস
৪৪.দেবযানী – অমৃতলাল বসুর বিদায়-অভিশাপ
৪৫.নদের চাঁদ- মহুয়া
৪৬.নন্দলাল- অমৃতলাল বসুর বিবাহ-বিভ্রাট
৪৭.নন্দিনী, রঞ্জন – রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটক
৪৮.নবকুমার কপালকুন্ডলা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কপালকুণ্ডলা
৪৯.নবীন মাধব- দীনবন্ধু মিত্রের নীল দর্পণ
৫০.নিখিলেশ, বিমলা, মেজরানী – ঘরে বাইরে
৫১.নিমচাঁদ- সধবার একাদশী
৫২.নিরঞ্জন- শূন্য পূরণ
৫৩.নূরু, মাহবুবার- কাজী নজরুল ইসলাম এর বাঁধনহারা
৫৪.নোলেদা- অহিভূষণ মল্লিক।
৫৫.পদ্মাবতী , হিরামন পাখি- পদ্মাবতী কাব্য
৫৬.পাণ্ডব গোয়েন্দা- ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।
৫৭.পার্বতী ও চন্দ্রমূখী- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর দেবদাস
৫৮.পিনডিদা , সোনাবৌদি- আশুতোষ মুখোপাধ্যায়।
৫৯.প্যাকালে ,মেজবউ,গজালের ,রুবি, আনসার কাজী নজরুল ইসলাম এর মৃত্যুক্ষুধা
৬০.ফটিক, মাখন ছুটি রবীন্দ্রনাথের গল্প
৬১.ফুল্লরা, ভাড়ুদত্ত, মুরারীশীল- চন্ডীমঙ্গল কাব্য
৬২.ফেকু- আত্মজা ও একটি করবী গাছ গল্প
৬৩.বিরিঞ্চি বাবা , জটাধর বক্সী , চাটুজ্যেমশাই- ৬৪.রাজশেখর বসু পরশুরাম
৬৫.বিলাসী , মৃত্যুঞ্জয়- বিলাসী গল্প
৬৬.বৃন্দাবন, কুসুম- পণ্ডিত মশাই গল্প
৬৭.বেহুলা , লখীনদর- মনসামঙ্গল কাব্য।
৬৮.ব্যোমকেশ , সদাশিব , অজিত , সত্যবতী , বরদা- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
৬৯.ব্রজদা- গৌরকিশোর ঘোষ।
৭০.ভাডুদত্ত – চণ্ডীমঙ্গল
৭১.ভিখু, পেহলাদ, পাঁচী- প্রাগৈতিহাসিক গল্প
৭২.ভ্রমর, রোহিনী, হরলাল, গোবিন্দলাল – কৃষ্ণকান্তের উইল
৭৩.মধুসূদন, কুমুদিনী রবীন্দ্রনাথ ঠাকুরের-যোগাযোগ
৭৪.মহিম, সুরেশ ও অচলা, মৃণাল – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়এর গৃহদাহ
৭৫.মহিষী ময়নামতি, রাজা লোর- সতীময়না ও লোরচন্দ্রানী কাব্য
৭৬.মহেন্দ্র, বিনোদিনী- চোখের বালি
৭৭.মাধবী, সুরেশ – বড়দিদি গল্প
৭৮.মানসিংহ, আয়েশা, তিলোত্তমা – দুর্গেশনন্দিনী
৭৯.মালা, কুবের, হোসেন মিয়া, কপিলা- পদ্মা নদীর মাঝি
৮০.মিতিন মাসি- সুচিত্রা ভট্টাচার্য্য।
৮১.মুর্দা ফকির – কবর
৮২.মৃন্ময়ী ও অপূর্ব – রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোট গল্প
৮৩.মেঘনাদ, বীরবাহু, চিত্রাঙ্গদা, রাবণ, সীতা, লক্ষণ, রাম, বিভীষণ মেঘনাদবধ কাব্য
৮৪.ম্যাগী- ফুলের মূল্য গল্প