৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি-২০২০,

0 7
Avatar for Nipa1234
4 years ago

১ম দিনের সিলেবাসের আলোকে( বাংলা ব্যাকরণ)

০১) ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান কত

➫ চতুর্থ ।

০২) ভাষার মুল উপাদান কি ? ➫ ধ্বনি ।

০৩) কোন ভাষা নাটকের সংলাপে অনুপযোগী ?

➫ সাধুভাষা ।

০৪) কোন ভাষায় তৎসম শব্দ বহুল ? ➫ সাধুভাষা ।

০৫) কোন ভাষায় তদ্বব শব্দ বহুল ? ➫ চলিত ভাষায় ।

০৬) বন্য শব্দের চলিত রূপ কোনটি ? ➫ বুনো ।

০৭) ভাষার কোন রীতি সহজবোধ্য ও নাটকের সংলাপের উপযোগী ? ➫ চলিত রীতি ।

০৮) চন্দ্র , সূর্য , ভবন , নক্ষত্র এগুলো কোন ধরনের শব্দ ? ➫ তৎসম শব্দ ।

০৯) হস্ত কোন ধরনের শব্দ ? ➫ সংস্কৃত শব্দ ।

১০) কুলা , চোঙা , টোপর , ডিঙ্গা এগুলো কোন ধরনের শব্দ ? ➫ দেশী শব্দ ।

১১) রাজা - বাদশা শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ তৎসম + ফারসি ।

১২) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ইংরেজি + তৎসম ।

১৩) চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ফারসি + আরবি ।

১৪) পকেটমার শব্দটি কোন কোন ভাষার সমন্বয়ে গঠিত ? ➫ ইংরেজি + বাংলা ।

১৫) বিভক্তিহীন নাম শব্দকে কি বলে ? ➫ প্রাতিপ্রাদিক

১৬) ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় ? ➫ বর্ণ ।

১৭) বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি ? ➫ ১১ টি ।

১৮) বাংলা বর্ণমালায় ব্যন্জনবর্ণ কয়টি ? ➫ ৩৯ টি ।

১৯) দ্বি স্বর বা যুগ্ম স্বরধ্বনি কোনগুলো ? ➫ ঐ , ঔ ( যেমন - অ+ই = অই বা ঐ ) ।

২০) স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ কার ।

২১) ব্যন্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ? ➫ ফলা ।

২২) পরাশ্রয়ী বর্ণ কোনগুলো ? ➫ ং , ঃ , ঁ ।

২৩) বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি ? ➫ ২৫ টি ।

২৪)যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে ? ➫ ঘোষ ধ্বনি (যেমন - গ , ঘ )।

২৫) যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কি বলা হয় ? ➫ অল্পপ্রাণ ধ্বনি ।

২৬) ‘ ক - বর্গীয় ধ্বনি কোনগুলো ?➫ ক , খ , গ , ঘ , ঙ ।

২৭) যে বর্ণ উচ্চারণের সময় আমরা যতক্ষণ খুশি শ্বাস ধরে রাখতে পারি তাকে কি বলে ? ➫ উষ্মধ্বনি বা শিশ ধ্বনি ।

২৮) ” হ ” কোন ধরনের ধ্বনি ? ➫ ঘোষ মহাপ্রাণ ধ্বনি ।

২৯) কম্পনজাত ধ্বনি কোনটি ? ➫ র ।

৩০) পাশ্বিক ধ্বনি কোনটি ? ➫ ল ।

৩১) তাড়নজাত ধ্বনি কোনটি ? ➫ ড় , ঢ় ।

৩২) আজি > অাইজি এটি কিসের উদাহরণ ? ➫ অপিনিহিতি ।

৩৩) শব্দের মধ্যে দুটি ব্যন্জনের পরপর পরিবর্তন ঘটলে তাকে কি বলে ? ➫ ধ্বনি বিপর্যয় ।

৩৪) পদের মধ্যে কোন ব্যন্জন ধ্বনি লোপ পেলে তখন তাকে কি বলে ? ➫ অন্তর্হতি ।

৩৫) পরের ই - কার বা উ - কার আগে উচ্চরিত হলে তাকে কি বলে ? ➫ অপিনিহিতি ।

৩৬) গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ - হ্ন = হ + ন , হ্ম = হ + ম , ক্ষ = ক + ষ , জ্ঞ = জ + ঞ ।

৩৭) মূধর্ণ্য - ণ এর ব্যবহার নেই কোন ভাষায় ? ➫ বাংলা ভাষায় ।

৩৮) মূধর্ণ্য ধ্বনি ব্যবহৃত হয় কোন শব্দে ? ➫ তৎসম শব্দে ।

৩৯) ঋ , র , ষ এ পরে কি বসে ? ➫ মূধর্ণ্য - ণ ।

৪০ ) ইন্দো - ইউরোপিয়ান ভাষার প্রধান দুটি অংশ কি কি ? ➫ কেন্তুম ও শতম ।

৪১ ) কৃত্তিমতা বর্জিত ও পরিবর্তসশীল কোন ভাষা ? ➫ চলিত ভাষা ।

৪২) বাংলা ভাষার রূপ কয়টি ? ➫ ২ টি ( সাধু ও চলিত ) ।

৪৩)

♦♦একনজরেঃপার্ট-০১

১.ভাষার মূল উপাদান > ধ্বনি

২. ভাষার ক্ষুদ্র একক> ধ্বনি ।

৩. ধ্বনি নির্দেশক চিহ্ন > বর্ণ

৪. ভাষার ইট বলা হয় > বর্ণ

৫. ভাষার মূল উপকরণ > বাক্য

৬. ভাষার মুখ্য উপাদান> শব্দ

৭. বাক্যের একক> শব্দ

৮. বাক্যের মৌলিক উপাদান> শব্দ

৯. ভাষার স্বর বলা হয় > ধ্বনি

১০. ভাষার বৃহত্তম একক > বাক্য

১১. ভাষার ছাদ বলা হয় > বাক্য

♦♦একনজরেঃপার্ট-০২

১.পরাশ্রযূীবর্ণ>>> ং, :, ঁ

২. যৌগিক স্বরধ্বনি> ২৫টি

৩. মৌলিক স্বর ধ্বনি> ৭টি

৪.অল্পপ্রাণ ধ্বনি> ১ম ও ৩য় বর্ণ

৫. মহাপ্রাণ ধ্বনি> ২য় ও ৪র্থ বর্ণ

৬. অঘোষ ধ্বনি> ১ম ও ২য় বর্ণ

৭. ঘোষ ধ্বনি> ৩য় ও ৪র্থ বর্ণ

৮.যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ> ঐ, ঔ

৯. উষ্ম বর্ণ> শ, স, ষ

১০.প্বার্শিক ধ্বনি> ল

১১. তাড়ন জান ধ্বনি> ড়, ঢ়

১২. বাংলায় ফলা> ৫টি

১৩. কম্পন জান বর্ণ> র

১৪. অন্তস্থ বর্ণ> য, ব

১৫.কেন্দ্রীয় স্বরবর্ণ> আ

♦সেলফ টেস্ট♦♦পার্ট-০৩ঃ

১। ভাষার মূল উপাদান কী?

ক. অক্ষর খ. ধ্বনি গ. বর্ণ ঘ. শব্দ

২। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?

ক. সাউন্ড বক্সের দ্বারা

খ. ঠোঁটের সাহায্যে

গ. বাগ্যন্ত্রের দ্বারা ঘ. মুখবিবরের সাহায্যে

৩। ধ্বনি উচ্চারণের উত্স কোনটি?

ক. কণ্ঠ খ. শ্বাসনালি

গ. স্বরতন্ত্রী ঘ. ফুসফুস

৪। ধ্বনি উত্পাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো—

ক. ফুসফুস ও ওষ্ঠ্য

খ. দাঁতের পাটি ও আলজিব

গ. জিহ্বা ও ওষ্ঠ্য

ঘ. নরম তালু ও জিহ্বা

৫। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?

ক. ফুসফুস খ. জিহ্বা

গ. বাগ্যন্ত্র ঘ. কণ্ঠধ্বনি

৬। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও না কোথাও বাধা পায়?

ক. কণ্ঠধ্বনি খ. স্বরধ্বনি

গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ইংরেজি ধ্বনি

৭। ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?

ক. অক্ষর খ. বর্ণ গ. বর্ণমালা ঘ. চিহ্ন

৮। ‘ক্’ ধ্বনিকে ‘ক’ অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়?

ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি

গ. ‘অ’ ধ্বনি ঘ. ‘আ’ ধ্বনি

৯। যেকোনো ভাষায় ব্যবহূত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?

ক. বর্ণ খ. বর্ণমালা

গ. ব্যঞ্জনবর্ণ ঘ. স্বরবর্ণ

১০। Symbol অর্থ কী?

ক. প্রতীক খ. শব্দ গ. বাক্য ঘ. বর্ণ

১১। বাংলা বর্ণমালার উত্স কী?

ক. সংস্কৃতলিপি খ. ব্রাহ্মীলিপি

গ. তিব্বতীলিপি ঘ. দেবনাগরীলিপি

১২। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. ৭টি খ. ৮টি গ. ১০টি ঘ. ৯টি

১৩। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ কতটি?

ক. ৪টি খ. ৬টি গ. ১টি ঘ. ২টি

১৪। বাংলা বর্ণমালায় মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি?

ক. ৭টি খ. ৬টি গ. ৫টি ঘ. ৪টি

১৫। বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?

ক. ১১টি খ. ৩৯টি গ. ৪৯টি ঘ. ৫০টি

১৬। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?

ক. ১৩টি খ. ১১টি গ. ৪৯টি ঘ. ৩৯টি

১৭। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?

ক. স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়

খ. স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহূত হয়

গ. ব্যঞ্জনবর্ণের আগে ব্যবহূত হলে

ঘ. ব্যঞ্জনবর্ণের পরে ব্যবহূত হলে

১৮। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?

ক. স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে

খ. শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে

গ. সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে

ঘ. যুক্তবর্ণের ব্যবহারকে

১৯। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?

ক. আ-কার খ. ই-কার

গ. ঈ-কার ঘ. কার

২০। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?

ক. ফলা খ. কার গ. রেখা ঘ. যুক্তবর্ণ

২১। যেসব ব্যঞ্জনবর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না, তাকে বলে—

ক. উষ্মধ্বনি খ. অল্পপ্রাণ ধ্বনি

গ. অন্তঃস্ত ধ্বনি ঘ. হসন্ত ধ্বনি

২২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?

ক. কার খ. ফলা গ. মাত্রা ঘ. কষি

২৩। বাংলা বর্ণমালায় ফলা কয়টি?

ক. ৫টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ১১টি

২৪। শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?

ক. ঠোঁট খ. ফুসফুস গ. দাঁত ঘ. জিহ্বা

২৫। Phoneme অর্থ কী?

ক. ধ্বনিমূল খ. শব্দমূল

গ. বাক্যমূল ঘ. পদমূল

২৬। প-বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?

ক. কণ্ঠধ্বনি খ. তালব্য ধ্বনি

গ. মূর্ধন্য ধ্বনি ঘ. ওষ্ঠ্য ধ্বনি

২৭। এক অক্ষরবিশিষ্ট শব্দ সব সময়—

ক. হ্রস্ব হয় খ. দীর্ঘ হয়

গ. হ্রস্ব হয় না ঘ. দীর্ঘ হয় না

২৮। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে কী বলে?

ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর

গ. সাধিত স্বর ঘ. অল্প স্বর

২৯। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক. ১১টি খ. ২৫টি

গ. ৪০টি ঘ. ৫০

1
$ 0.00
Avatar for Nipa1234
4 years ago

Comments